মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ম ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিপর্যয়ে পড়া গুলশান লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পেয়েছে।

ডিপিএলে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুরকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। অধিনায়ক রায়ান রাফসানের সেঞ্চুরিতেও জিততে পারেনি শাইনপুকুর। অন্য ম্যাচে অল্প রানের লড়াইয়ে শেষ বলে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। 

মিরপুরে ব্রাদার্স ইউনিয়ম ৯ উইকেটে ২৯০ রানের ভালো সংগ্রহ পায়। দলটির হয়ে ওপেনার বিশাল চৌধুরী ৭৫ বলে ৮৩ রান করেন। তিনে নামা মিজানুর রহমান ৫০ ও চারে নামা আইচ মোল্লা ৬৫ রানের ইনিংস খেলেন। লোয়ারে অলক কাপালি যোগ করেন ৩১ রান। 

জবাবে ওপেনিং জুটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম ৪২ রান যোগ করেন। সেখান থেকে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে দলটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার জাওয়াদ ১৭ বলে ৩০ ও তিনে নামা লিটন দাস ৪০ বলে ৩৩ রান করেন। লোয়ারে নাইম ইসলাম ৫০, ইলিয়াস সানি ৫৩, ফরহাদ রেজা ৪৭ ও পেস অলরাউন্ডার মেহেদী হাসান ১৮ বলে ৩২ রান করে গুলশানকে জেতান। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ৭ উইকেটে ২৯৪ রান তোলে। ওপেনার সাদমান ৫৩ ও তিনে নামা ইমরুল কায়েস ৮৬ রান করেন। জবাবে অধিনায়ক রাফসানের ১৩০ বলে ১০৬ রানের হার না মানা ইনিংসের পরও শাইনপুকুর ৫ উইকেটে ২৪৮ রান তুলতে সক্ষম হয়। মিনহাজুল আবেদিন সাব্বির ৫১ রান করেন। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স এক বল থাকতে ২২৩ রানে অলআউট হয়। দলটির দুই ওপেনার জয়রাজ শেখ ও রুবেল মিয়া ফিফটি করেন। জবাবে ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মাজিদের হার না মানা ১০০ রানের ইনিংসে শেষ বলে জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স। আসাদুল্লাহ আল গালিব ফিফটি মারেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল ল টন দ স শ ইনপ ক র র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ করতে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার এই কমিটির অনুমোদন দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।

কমিটিতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন ও আরমান হোসাইন।

সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনাগুলোতে এই কমিটি অংশ নেবে। কিন্তু প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, তখন এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব অংশ নেবেন।

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে এদিন বেলা তিনটায় এলডিপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মাতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত কয়েক দিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে।

আরও পড়ুনরাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু বৃহস্পতিবার১৮ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ