ব্রাদার্সকে হারাল গুলশান, সেঞ্চুরিতেও জেতেনি শাইনপুকুর
Published: 19th, March 2025 GMT
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ম ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিপর্যয়ে পড়া গুলশান লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পেয়েছে।
ডিপিএলে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুরকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। অধিনায়ক রায়ান রাফসানের সেঞ্চুরিতেও জিততে পারেনি শাইনপুকুর। অন্য ম্যাচে অল্প রানের লড়াইয়ে শেষ বলে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স।
মিরপুরে ব্রাদার্স ইউনিয়ম ৯ উইকেটে ২৯০ রানের ভালো সংগ্রহ পায়। দলটির হয়ে ওপেনার বিশাল চৌধুরী ৭৫ বলে ৮৩ রান করেন। তিনে নামা মিজানুর রহমান ৫০ ও চারে নামা আইচ মোল্লা ৬৫ রানের ইনিংস খেলেন। লোয়ারে অলক কাপালি যোগ করেন ৩১ রান।
জবাবে ওপেনিং জুটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম ৪২ রান যোগ করেন। সেখান থেকে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে দলটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার জাওয়াদ ১৭ বলে ৩০ ও তিনে নামা লিটন দাস ৪০ বলে ৩৩ রান করেন। লোয়ারে নাইম ইসলাম ৫০, ইলিয়াস সানি ৫৩, ফরহাদ রেজা ৪৭ ও পেস অলরাউন্ডার মেহেদী হাসান ১৮ বলে ৩২ রান করে গুলশানকে জেতান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ৭ উইকেটে ২৯৪ রান তোলে। ওপেনার সাদমান ৫৩ ও তিনে নামা ইমরুল কায়েস ৮৬ রান করেন। জবাবে অধিনায়ক রাফসানের ১৩০ বলে ১০৬ রানের হার না মানা ইনিংসের পরও শাইনপুকুর ৫ উইকেটে ২৪৮ রান তুলতে সক্ষম হয়। মিনহাজুল আবেদিন সাব্বির ৫১ রান করেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স এক বল থাকতে ২২৩ রানে অলআউট হয়। দলটির দুই ওপেনার জয়রাজ শেখ ও রুবেল মিয়া ফিফটি করেন। জবাবে ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মাজিদের হার না মানা ১০০ রানের ইনিংসে শেষ বলে জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স। আসাদুল্লাহ আল গালিব ফিফটি মারেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল ল টন দ স শ ইনপ ক র র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
ভারত থেকে এলো আমদানির ১০ হাজার টন চাল
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চাল আমদানির কার্যক্রমটি প্যাকেজ-৮ এর আওতায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত দেশে পৌঁছেছে মোট ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ টন চাল। সর্বশেষ আসা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খালাস কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/আসাদ/এনএইচ