তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটে ভর করে দারুণ জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। বুধবার (১৯ মার্চ, ২০২৫) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ২ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ৯ উইকেটে ২৯০ রান করে। জবাবে গুলশান ক্রিকেট ক্লাব ৪৮.৩ ওভারে ২ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
গুলশানকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন নাঈম ইসলাম, ইলিয়াস সানী ও ফরহাদ রেজা। নাঈম ৬০ বলে ৫০ রানের ইনিংস খেলেন। সানী ৬২ বলে করেন ৫৩ রান। শেষ দিকে ফরহাদ ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরার পুরস্কারটা তিনিই পেয়েছেন।
ভালো শুরু পেলেও বড় রান পাননি লিটন দাস। ৪০ বলে ৩ বাউন্ডারিতে ৩৩ রান করেন লিটন। এছাড়া ১৭ বলে ৩০ রান করেন জাওয়াদ আবরার। ব্রাদার্সের হয়ে ৪ উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন সোহাগ গাজী। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ২ উইকেট নেন শফিউল ইসলাম।
আরো পড়ুন:
ইমরুলের ৮৬, সেঞ্চুরি করেও ম্লান রাফসানের হাসি
শেষ বলে ৪ মেরে মজিদের সেঞ্চুরি ও রূপগঞ্জের জয়
এর আগে তাদের ব্যাটিংয়ে আলো কেড়ে নেন বিশাল চৌধুরী। ডানহাতি ব্যাটসম্যান ৭৫ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন। ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলে পূর্ণতা পেত। এছাড়া মিজানুর রহমান ৫০ এবং আইচ মোল্লা ৬৫ রান করেন। শেষ দিকে অলোকের ২৯ বলে ৩১ এবং সোহাগের ৮ বলে ১৭ রানের ইনিংসে তিনশর কাছাকাছি স্কোর পায় ব্রাদার্স। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
বোলিংয়ে গুলশানের হয়ে ৩টি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও আসাদুজ্জামান পায়েল। গুলশানের এটি ছয় ম্যাচে দ্বিতীয় জয়। ব্রাদার্সের সমান ম্যাচে পঞ্চম হার।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
বায়ার্নকে বিদায় করে সেমিতে ইন্টার
কাজটা প্রথম লেগেই এগিয়ে রেখেছিল ইন্টার মিলান। ইতালির জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছিল।
দ্বিতীয় লেগে ইন্টারের শক্তিশালী রক্ষণ ভেঙে জিততে হতে বাভারিয়ানদের। বায়ার্ন জোড়া গোল পেলেও জিততে পারেনি। ২-২ গোলের সমতা করেছে। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠে গেছে ইনগাঘির ইন্টার মিলান।
সান সিরোতে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হ্যারি কেন গোল করে কামব্যাকের আসা জাগায়। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা করে ফেলে।
পরেই গোল করে লিড নেয় ইন্টার। গোলটি আসে ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা দল ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ৬১ মিনিটে ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন।
ওই গোলও শোধ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন এরিক ডায়ার। পরের সময়টা জাল অক্ষুন্ন রেখে শেষ চারে পা রেখেছে ইনগাঘির দল।