ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
Published: 19th, March 2025 GMT
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান পদত্যাগ করেছেন। বুধবার (১৯ মার্চ) দুপুরে কাঁঠালিয়া প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।
ছিদ্দিকুর রহমান লিখিত পদত্যাগপত্রে জানান, তিনি বিগত ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে যোগদান করেন। মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্ম বিষয়ক পদে অন্তর্ভুক্ত হন। বর্তমানে তিনি ছারছিনার ছেলছেলায় বিশ্বাসী এবং ছারছিনার বর্তমান পীর সাহেবের বক্তদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই তিনি ওই পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করছেন।
সিদ্দিকুর রহমান ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হবেন না বলে জানান।
আরো পড়ুন:
ঝালকাঠিতে দল থেকে পদত্যাগ করলেন আ.
‘এই দোসর দলের রাজনীতি আর করব না’
ঢাকা/অলোক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ আওয় ম ল গ পদত য গ
এছাড়াও পড়ুন:
গণমাধ্যমে সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক দিকও তুলে ধরতে হবে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও প্রচার হওয়া উচিত।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তথ্য ভবনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।
গুজব ও অপপ্রচারের ব্যাপকতা তুলে ধরে উপদেষ্টা বলেন, সত্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমকে গুজব ও অপপ্রচার মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তিনি বলেন, সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। তিনি গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মালিক, সম্পাদক ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।