ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। দ্বিতীয় ধাপে ২৮ জানুয়ারি সাঁতার, ভলিবলসহ আরও ৭ ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

এর ৫০ দিন পর আজ আরও ৫ ফেডারেশনে অ্যাডহক কমিটি করা হয়েছে। আর তাতে আসাদুজ্জামান কোহিনূর, মৌসুম আলীদের মতো পুরোনো সংগঠকদেরও চেয়ার ছাড়তে হয়েছে।

দীর্ঘ ১৮ বছর বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন মৌসুম আলী। তাঁর হাত ধরেই ২০০৪ সালে দেশে রাগবির পথচলা শুরু হয়। ২০০৬ সালে এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পান খন্দকার জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক হন মৌসুম আলী। আজ সেই কমিটি ভেঙে নতুন কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল জহির। সাধারণ সম্পাদক করা হয়েছে আখতার জামানকে।

হ্যান্ডবলের ঘোষিত ১৯ সদস্যের অ্যাডহক কমিটিতে নেই দীর্ঘ ৩৩ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আসাদুজ্জামান কোহিনূর। ১৯৯১ সালে এই ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছিলেন তিনি। আজ তাঁর জায়গায় বসলেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় সালাহউদ্দিন আহমেদ। সভাপতি করা হয়েছে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সারোয়ার ফরিদকে।

আরও পড়ুনকে এই রিয়া গোপ, যার নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স০৯ মার্চ ২০২৫

হ্যান্ডবল–রাগবি ছাড়া নতুন অ্যাডহক কমিটি পেল বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো.

আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

সাইক্লিংয়ের সভাপতি হয়েছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। ১৯ জনের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু হেনা। এ ছাড়া জুডোতে সভাপতি করা হয়েছে এলিট পেইন্টের চেয়ারম্যান ফিরোজ আহমেদকে। সাবেক খেলোয়াড় ও সংগঠক জান্নাত আরা পেয়েছেন সাধারণ সম্পাদকের পদ। রেসলিংয়ে সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহবুবুল আমিন।

আরও পড়ুনক্রীড়াঙ্গনে ‘ম্যারাথন’ সংস্কারের শেষ কবে০২ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ রাবি শিক্ষার্থীদের

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও গাজার প্রধানমন্ত্রীকে শহীদ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। এরপর ফিলিস্তিনি ভাইবোনদের প্রতি সংহতি জানিয়ে খোলা আকাশের নিচে তারা ইফতার করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ফ্রম দ্য রিভার টু দ্য সী’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘লং লিভ প্যালেস্টাইন’, ‘থ্রোর এভরি হার্ড টাইম, লং লিভ প্যালেস্টাইন’, ‘অ্যাগেইনস্ট দ্য ক্রুয়েল টাইম’, ‘লং লিভ প্যালেস্টাইন’, ‘ফর পিচ্ ইন টাইম’, ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘নো মোর জেনোসাইড’, ‘নো জাস্টিস’, ‘নো পিচ্’, ‘ফ্রি প্যালেস্টাইন’ ইত্যাদি লেখা সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

আরো পড়ুন:

রাবির গবেষণা: মাটি ছাড়াই উৎপাদন হবে সবুজ পশুখাদ্য

রাবির ক্রীড়াঙ্গনে যুক্ত হচ্ছে আর্চারি

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে, যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এ বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

বক্তারা আরো বলেন, আজ আমরা মুসলাম হিসেবে অনেক বেশি লজ্জিত। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই, বোন, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অথচ সারা বিশ্ব নিরব ভূমিকা পালন‌ করছে। মুসলমানদের এমন অবস্থা হয়েছে, গাজায় হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরও তাদের বিবেকের কড়া নড়ছে না। মুসলমানদের আর বিভক্ত থাকার দিন নেই। আমরা যত বেশি বিভক্ত হব, আমাদের বিরোধী শক্তি তত বেশি শক্তিশালী হবে।

বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়ে তারা বলেন, পুরো মুসলিম জাতি যদি এক হয়ে হুংকার দেওয়া যায়, তাহলে শুধু নেতানিয়াহু নয়, পুরো ইসলাম বিরোধী শক্তির মসনদ ভেঙে যাবে। বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের কাছে আহবান জানাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ান এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করুন।

এর আগে দুপুর ২টার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সংহতি জানান ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ