‘আফগানিস্তান আমাদের শত্রু নয়, কেন দেশটিকে শত্রু বানানোর চেষ্টা করছেন, কেন আপনি মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করার চেষ্টা করছেন’– পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সরকারের উদ্দেশে এ কথা বলেছেন। 

ইমরানের বোন আলিমা খান মঙ্গলবার তাঁর ভাইয়ের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

পাকিস্তান সরকার আফগান সীমান্ত নিয়ে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই এমন প্রশ্ন তুললেন ইমরান। তাঁর মন্তব্যটি এমন সময় এলো, যখন দেশে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ঘটনা, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সংসদীয় কমিটির ইন-ক্যামেরা সভায় দেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন সামরিক নেতৃত্ব। ডন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইমর ন খ ন ইমর ন

এছাড়াও পড়ুন:

গরমে স্বস্তির পানীয়

চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী

ফ্রুট পাঞ্চ  
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কোল্ড ডেভিনশন  
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে। 

স্মোক ম্যাংগো ধামাকা   
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মুন ড্রিংকস  
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।

সম্পর্কিত নিবন্ধ