বান্দরবানে আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগীর এক আত্মীয়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানান আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন।

এর আগে, গত ১৪ মার্চ ওই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে জানা গেছে। আলীকদম নয়াপাড়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

বরগুনায় থানায় ঢুকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মহিলা দলের নেত্রী গ্রেপ্তার

তেঁতুলিয়ায় পাথর ভাঙার পয়েন্ট থেকে মর্টার শেল উদ্ধার

আটককৃতরা হলেন- জামাল উদ্দিনের ছেলে মো.

করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), প্রকাশ লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০) ও আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। নয়াপাড়া ইউনিয়নের মংচা পাড়ার বাসিন্দা তারা। 

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাতামুহুরি নদীতে গোসল শেষে বাড়ি ফিরছিল। এসময় মুখ চেপে ধরে তাকে তামাক ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে পারিবারিকভাবে অসচ্ছল ওই ছাত্রীকে মামলা না করতে চাপ দেওয়া হয়। পরে ভুক্তভোগীর এক আত্মীয় বুধবার দুপুরে থানায় অভিযোগ করেন।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/চাইমং/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে বাসায় ঢুকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

রাজশাহী নগরের বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় ঢুকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, চাকু, ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরা ও স্টাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার হয়।

সোমবার (১৭ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ধর্ষণের দায় একাই নিচ্ছেন মাগুরার সেই শিশুর বোনের শ্বশুর

সাতক্ষীরায় বিএনপি নেতা হত্যা: এমপি ও এসপির বিরুদ্ধে মামলা

গ্রেপ্তার চারজন হলেন- নগরের শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকার সাজ্জাদুর রহমান (২৫), একই এলাকার হাসানুর রহমান রাব্বি (২৫), ভাড়ালিপাড়া এলাকার রাকিব হাসান (২৮) ও নগরের বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার সানি রহমান (৩০)।

আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, গোপালগঞ্জের এক ব্যক্তি বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। রবিবার বিকেলে তার বান্ধবী জরুরি প্রয়োজনে বাসায় তার সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ পর চারজন দেশীয় অস্ত্রসহ জোরপূর্বক বাসায় প্রবেশ করেন। তারা ওই দুইজনের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগীদের মারধর এবং বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। অভিযুক্তরা ওই ফ্রিল্যান্সারের বান্ধবীর ব্যক্তিগত ছবি এবং ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে।

তিনি আরো জানান, অভিযুক্তরা ওই তরুণীকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাকে মারধর করেন তারা। তাকে ধর্ষণের চেষ্টাও করা হয়। ওই ফ্রিল্যন্সার কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে নগরের শাহমখদুম থানায় মামলা হয়েছে। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত
  • মধ্যরাতে মিছিল করে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার
  • রাজশাহীতে বাসায় ঢুকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
  • ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪