বান্দরবানে আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগীর এক আত্মীয়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানান আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন।

এর আগে, গত ১৪ মার্চ ওই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে জানা গেছে। আলীকদম নয়াপাড়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

বরগুনায় থানায় ঢুকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মহিলা দলের নেত্রী গ্রেপ্তার

তেঁতুলিয়ায় পাথর ভাঙার পয়েন্ট থেকে মর্টার শেল উদ্ধার

আটককৃতরা হলেন- জামাল উদ্দিনের ছেলে মো.

করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), প্রকাশ লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০) ও আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। নয়াপাড়া ইউনিয়নের মংচা পাড়ার বাসিন্দা তারা। 

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাতামুহুরি নদীতে গোসল শেষে বাড়ি ফিরছিল। এসময় মুখ চেপে ধরে তাকে তামাক ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে পারিবারিকভাবে অসচ্ছল ওই ছাত্রীকে মামলা না করতে চাপ দেওয়া হয়। পরে ভুক্তভোগীর এক আত্মীয় বুধবার দুপুরে থানায় অভিযোগ করেন।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/চাইমং/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

বাইরে জীবন সহজ কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে: বাঁধন

বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন নিয়ে আজ বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে সারা দেশের মানুষ!  সাধারণ মানুষের পাশাপাশি দিবসটি উদযাপনে ব্যস্ত দেশের তারকারাও। বাংলা নতুন বছরের শুরুর দিনে অন্যরকম বার্তা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সম্পর্কে একটি পোস্ট করেছেন বাঁধন। যেখানে জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা দূরে থাকার কথা।

বাঁধন লিখেছেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।’

বাঁধন বলেন, ‘আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে বিঘ্নিত করতে পারে না। আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’ কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের একটি অংশ, যা আমাকে আজকে আমি হতে সাহায্য করেছে।’

সম্পর্কিত নিবন্ধ