ফতুল্লার দাপা রেলস্টেশন এলাকায় মুরিদ শাহিন ও তার সহোযোগি সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটতরাজ সহ আল আমিন নামের এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

হামলা থেকে আল আমিন কে বাঁচাতে এলে তার মা-বোন কে ও মারধর করে মুরিদ শাহিন ও তার সহোযোগি সন্ত্রাসীরা। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত  সাড়ে ১০ টায় ফতুল্লা থানার রেল স্টেশন ব্যাংক কলোনী এলাকায়।

এ ঘটনায় বুধবার সকালে আল আমিনের স্ত্রী বাদী হয়ে শাহীন (৩০), আল-আমিন (৩৫), রনি (২৫),  শুভ (৩৩),ইউসুফ (৩০), হেলাল (২৮) সহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়,শাহিন ওরফ মুরিদ শাহিন একজন মাদক ব্যবসায়ী ও পেশাদার অপরাধী। গত কয়েকদিন পূর্বে শাহিন কে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরপর কর্মকর্তারা মাদক সহ আটক করে।

সেই ঘটনায় শাহিন জেলা কারাগার থেকে বেরিয়ে এসে তাকে আটক করার সোর্স সন্দেহে মঙ্গলবার রাত ১১ টার দিকে দেশীয় তৈরি অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে আল আমিনের বাড়ীতে হামলা চালায়। 

এ সময় হামলাকারীরা আল আমিনকে কুপিয়ে টেনে হিচড়ে বাসা থেকে বের করে নিয়ে যেতে চাইলে তার মা,স্ত্রী, বোন এগিয়ে এলে তাদের কেও মারধর করে। একই সাথে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নিয়ে যায় মুরিদ শাহিন ও সহ অভিযুক্ত আসামিরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বক য বক ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সমকালের সম্পাদক হলেন শাহেদ মুহাম্মদ আলী

সমকালের সম্পাদক হলেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী। বুধবার (১৯ মার্চ) দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। 

১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ