তিন ছাত্রকে বলাৎকারচেষ্টা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
Published: 19th, March 2025 GMT
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে আজ বুধবার কালুখালী থানায় মামলা করেছেন। পরে পুলিশ শিক্ষক মামুনকে গ্রেপ্তার করে।
শিক্ষক আব্দুল্লাহ আল মামুন খুলনা পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হোসেনের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে শিক্ষক মামুন তার ছেলেকে (১৪) ডেকে নিয়ে বলাৎকারচেষ্টা করেন। তার ছেলে কৌশলে শিক্ষক মামুনকে ধাক্কা দিয়ে চলে যায়। একইভাবে মাদ্রাসার আরও দুই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে মামুন। বেশ কিছুদিন ধরে মামুন এভাবেই ছাত্রদের বলাৎকারের চেষ্টা করে আসছিলেন। ছাত্ররা যাতে বিষয়টি কাউকে না বলে সেজন্য নানাভাবে ভয় দেখানো হতো। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন মামুনকে আটক করে কালুখালী থানা পুলিশকে দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে স্থানীয়রা মাদ্রাসাশিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশকে খবর দেন। আজ দুপুরে মাদ্রাসার এক ছাত্রের মা এ ঘটনায় থানায় মামলা করেছেন। গ্রেপ্তার মামুনকে আদালতে পাঠানো হয়।
ওসি আরও জানান, শিক্ষক মামুন দীর্ঘদিন ধরেই বেশ কয়েকজন ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে আসছিলেন। বিষয়টি যেন কাউকে না বলে এজন্য ছাত্রদের নানাভাবে ভয় দেখাতেন তিনি। এমন অভিযোগ তিন অভিভাবক করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ষয়ট
এছাড়াও পড়ুন:
নতুন বছরকে বরণ করে নিল পিরোজপুর বিশ্ববিদ্যালয়
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করে নিয়েছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)।
বর্ষবরণ উপলক্ষে সোমরাব (১৪ এপ্রিল) সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুল ইসলাম আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন।
ড. শহীদুল ইসলাম বলেন, “এ দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দিন। আজ একটি নতুন দিনের, নতুন বছরের আগমন। এদিন আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথচলার প্রতিজ্ঞা করি। পুরনো দিনের সকল গ্লানি, মলিনতা ধুয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, “নতুন বছর বয়ে আনুক সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি- নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার।”
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তারা নাচ, গান, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় দিনভর সবাইকে মাতিয়ে রাখেন।
ঢাকা/তাওহিদ/মেহেদী