বরগুনা থানা হেফাজত থেকে প্রতারণা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও তার মেয়ে। বুধবার (১৯ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বরগুনা থানার মধ্যে ঘটনাটি ঘটে। 

প্রতারণা মামলায় গ্রেপ্তার আসামির নাম সোহান। তিনি পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিনের জামাতা। 

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সকাল ১০টার দিকে প্রতারণা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছু সময় পর ওই যুবকের শাশুড়ি পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম এসে পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করতে চাইলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আরো পড়ুন:

সিলেটে ১৫০ একর জমি দখল: বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস বাবর

তারা পুলিশকে অশ্লীল ভাষায় বকাবকি করেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাদের আটক করা হয়। 

তিনি আরো জানান, পুলিশের কাজে বাধা দানসহ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অপরাধে মামলা রুজু করে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ বরগ ন

এছাড়াও পড়ুন:

সমকালের সম্পাদক হলেন শাহেদ মুহাম্মদ আলী

সমকালের সম্পাদক হলেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী। বুধবার (১৯ মার্চ) দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। 

১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ