সুন্দরবনে হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে বন আইনে মামলা দেওয়ায় এক কর্মকর্তাকে মারধর করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনার কয়রা উপজেলার সুন্দরবন–সংলগ্ন মহেশ্বরীপুর গ্রামের পাউবোর বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।

আহত ফারুকুল ইসলাম বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ফারুকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে আমি সুন্দরবনের কয়রা নদী পেরিয়ে মহেশ্বরীপুর গ্রামের বেড়িবাঁধের ওপর দিয়ে বন বিভাগের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে ওই গ্রামের চিহ্নিত হরিণশিকারি আজগর হোসেন, কামরুল ইসলাম, জুয়েল হোসেনসহ বেশ কয়েকজন মিলে আমার ওপর হামলা করেন। তাঁরা আমাকে কিলঘুষি মারতে মারতে বলতে থাকেন, আমি কেন তাঁদের নামে মামলা দিয়েছি। এ সময় হাঁক–চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে আমাকে উদ্ধার করেন।’

সুন্দরবন–সংলগ্ন মহেশ্বরীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, বন কর্মকর্তার ওপর হামলার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীরা হরিণ শিকার, বিষ দিয়ে মাছ শিকারসহ বনকেন্দ্রিক নানা অপরাধে জড়িত। হামলাকারীদের কয়েকজন সম্প্রতি হরিণ শিকারের মামলায় জামিন নিয়ে জেল থেকে বাড়ি ফিরেছেন। এলাকায় ফিরে কয়েক দিন ধরে বন কর্মকর্তাকে মারপিট করবেন বলেও বলাবলি করছিলেন। এলাকার মানুষ ভয়ে তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে চান না।

বন কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজগর হোসেন। তিনি বলেন, ‘আমি সুন্দরবনে কোনো অপরাধ করিনি। তারপরও আমাকে জড়িয়ে বনকর্মীরা মিথ্যা মামলা দেওয়ায় আমি বন কর্মকর্তা ফারুকুল ইসলামের কাছে বিষয়টি শোনাবোঝার চেষ্টা করেছি। সেখানে কোনো মারপিটের ঘটনা ঘটেনি।’

সুন্দরবনে হরিণশিকারি ও অপরাধী চক্রের দৌরাত্ম্য নির্মূলে বন বিভাগ চোরা শিকারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে বলে জানান সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা হচ্ছে, তাঁরা বন বিভাগের তালিকাভুক্ত হরিণশিকারি। আজ যাঁরা কয়রা টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর হামলা করেছেন, তাঁদের মূল উদ্দেশ্য বন বিভাগের অভিযান বন্ধ করা। আমরা এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা হামলার খবর পেয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন ব ভ গ র স ন দরবন ল ইসল ম র ওপর হ

এছাড়াও পড়ুন:

মৌসুমের আগেই চুরি হচ্ছে সুন্দরবনের মধু

সুন্দরবনে এখন ফুল ফোটার মৌসুম। বনের খলিশা, গরানসহ বহু গাছে শোভা পাচ্ছে ফুল। আর ফুল থেকে চাকে মধু জমা করতে কর্মব্যস্ততা বেড়েছে মৌমাছির। মধুর চাকগুলো পরিণত হওয়ার পর আগামী ১ এপ্রিল থেকে মৌয়ালদের মধু আহরণে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেবে বন বিভাগ। বৈধ অনুমতির আগেই জেলের বেশে কিছু অসাধু ব্যক্তি বনে ঢুকে অপরিণত চাক কেটে মধু সংগ্রহ করছেন। এতে পূর্ণ মৌসুমে কাঙ্ক্ষিত মধু না পাওয়ার শঙ্কায় পড়েছেন মৌয়ালরা।

গতকাল সোমবার সরেজমিনে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সুন্দরবন থেকে চুরি করে সংগ্রহ করা খলিশা ফুলের মধু চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে সুন্দরবনে খলিশা ও গরান ফুলের মধু আসে। এরপর আসে কেওড়া ফুলের মধু। এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে খলিশার মধু।

কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের মৌয়াল আবুল কালাম জানান, মধু সংগ্রহ করতে মৌয়ালরা আগামী এপ্রিলের ১ তারিখে সুন্দরবনে ঢুকতে বন বিভাগের অনুমতি পাবেন। অথচ মার্চ মাসেই এলাকার বিভিন্ন জায়গায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় প্রতি কেজি সুন্দরবনের মধু বিক্রি হচ্ছে। মূলত বেশি দামের আশায় মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে যাওয়া জেলেরা এসব মধু সংগ্রহ করছেন। এর ফলে কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া সময়ে বনে ঢুকে প্রত্যাশিত পরিমাণ মধু সংগ্রহ নিয়ে তারা চিন্তায় পড়েছেন।

সম্প্রতি সুন্দরবনে মাছ ধরার অনুমতি (পাস) নিয়ে চুরি করে মধু আহরণের অভিযোগে ছয়জনকে আটক করেছে বন বিভাগ। সুন্দরবনের আন্দারমানিক টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাছান বলেন, ‘আমরা সুন্দরবনের চামটার খাল ধরে টহল দিচ্ছিলাম। সেখানে জেলেদের তিনটি নৌকা তল্লাশি করে অবৈধভাবে আহরণ করা মধু, মোমসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করেছি। সেই সঙ্গে নৌকায় থাকা ছয় জেলেকে গ্রেপ্তার করে বন আইনে মামলা দিয়েছি।’

সুন্দরবনে মাছ ধরার অনুমতি (পাস) নিয়ে চুরি করে মধু আহরণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে বন বিভাগ। সম্প্রতি সুন্দরবনের আন্দারমানিক টহল ফাঁড়ির কার্যালয়ে

সম্পর্কিত নিবন্ধ

  • মৌসুমের আগেই চুরি হচ্ছে সুন্দরবনের মধু
  • সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ এক শিকারি গ্রেপ্তার
  • সুন্দরবনে ৯ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
  • হরিণের সাড়ে তিন মণ মাংস ফেলে পালিয়েছে শিকারিরা