রমজান মাস প্রায় মাঝামাঝি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের আমেজ। কেউ রমজানে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ইফতার উপভোগ করছেন; কেউ ঈদের লুকে, কেউ শপিংয়ে আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান সাজাচ্ছেন। তাঁদের আনন্দের মুহূর্তগুলো স্মৃতিময় করে রাখতে বিকাশ, টিকটক ও প্রথম আলোর উদ্যোগে চলছে বিশেষ ক্যাম্পেইন ‘আনন্দ আয়োজনে ঈদ মোমেন্ট, সঙ্গে বিকাশ’।
রমজান ও ঈদের প্রস্তুতিতে বাড়তি আনন্দ যুক্ত করতে টিকটক ও বিকাশ

অ্যাকাউন্টধারী যে কেউ অংশ নিতে পারবেন এ আয়োজনে। ঈদের প্রস্তুতি, কেনাকাটা ও বেড়ানো নিয়ে আনন্দ-আয়োজনের ১ মিনিটের ভিডিও পোস্ট করতে হবে টিকটকে। ভিডিওতে বিকাশে পেমেন্ট মোমেন্ট থাকলেই জিতে নিতে পারবেন পুরস্কার, প্রতিদিন।

পোস্টে #bKashpayment #Ramadan #Eidmoments হ্যাশট্যাগগুলো থাকতে হবে।
বিচারকের রায় এবং ভিডিওর মোট ভিউজের ওপর ভিত্তি করে প্রতিদিন ৫ জন করে মোট ১০০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২ হাজার টাকা করে উপহার। আর মেগা বিজয়ী দুজনের একজন পাবেন এয়ার টিকিট এবং অন্যজন পাবেন আকর্ষণীয় স্মার্টফোন। এ ছাড়া দেশজুড়ে বিকাশ পেমেন্টে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্টে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সাশ্রয়।

অংশগ্রহণের নিয়মাবলি

১.

১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিক এ আয়োজনে অংশ নিতে পারবেন।

২. অংশগ্রহণকারীর টিকটক ও বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে।

৩. রমজান ও ঈদের প্রস্তুতি, শপিং এবং বন্ধু ও পরিবারের সঙ্গে ঘোরাঘুরি—এ চার ক্যাটাগরির যেকোনো একটির ওপর বানাতে হবে ভিডিও।

৪. ভিডিওর ব্যাপ্তি হবে সর্বোচ্চ ১ মিনিট।

৫. ভিডিওটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব টিকটক অ্যাকাউন্টে পাবলিশ করতে হবে।

৬. টিকটকে আপলোডের সময় অবশ্যই #bKashpayment #Ramadan #Eidmoment ট্যাগ ইউজ করতে হবে।

৭. ভিডিও জমা দেওয়ার শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫, শনিবার রাত ১১টা ৫৯ মিনিট।

৮. প্রতিযোগিতা-সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

তাই আগ্রহীরা দেরি না করে রমজান ও ঈদের প্রস্তুতিতে বিকাশে লেনদেনের ১ মিনিটের ভিডিও টিকটকে দিন আর পুরস্কার জিতুন প্রতিদিন।

বিস্তারিত জানতে ভিজিট করুন ramadan-moments.com ওয়েবসাইটে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট কটক আনন দ রমজ ন

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে ফরম পূরণের নতুন সূচি নির্ধারণ

২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড পাওয়া পরীক্ষার্থী তাঁদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি বা ডি গ্রেড প্রাপ্ত আরও দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন।

আরও পড়ুন‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয়২০ ঘণ্টা আগে

২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব ছাত্রছাত্রী এফ গ্রেড প্রাপ্ত কোডে ২০২৩ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় ফরম পূরণ করেছেন, তাঁরা একই সঙ্গে গ্রেড উন্নয়নের জন্য সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোডে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের মাধ্যমে আগের আবেদন বাতিল করে আবার আবেদন করতে হবে।

আরও পড়ুনকোরিয়া সরকারের ১৮২০ বৃত্তি, জেনে নিন খুঁটিনাটি৬ ঘণ্টা আগে

প্রকাশিত বিজ্ঞপ্তির শিরোনাম-২-এ আবেদন ফরম পূরণের নির্ধারিত ফির ক্রমিক নম্বর-১০-এ কেন্দ্র ফি ব্যবহারিক (প্রত্যেক পরীক্ষার্থীর প্রতি কোর্সের জন্য) কলেজ ফান্ডে জমা হবে ১৫০ টাকা—কথাটি পড়তে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে ফরম পূরণের নতুন সূচি নির্ধারণ
  • চবি সমাবর্তনে থাকতে পারবে মূল সনদ গ্রহণকারীরাও
  • ন্যাশনাল এআই আর্ট-এ-থন প্রতিযোগিতা: মোট পুরস্কার ৬ লাখ টাকা
  • দলগুলোকে ঐকমত্যে আসতেই হবে