লাক্স নিয়ে এল ‘গোল্ড লকেট’ জেতার সুযোগ
Published: 19th, March 2025 GMT
প্রজন্ম থেকে প্রজন্মে ত্বকের যত্ন ও সৌন্দর্যে ব্যবহৃত হয়ে আসছে লাক্স। এরই ধারাবাহিকতায় লাক্স এনেছে ট্যাঞ্জেরিন সমৃদ্ধ নতুন ভ্যারিয়েন্ট ‘লাক্স ফ্রেশ গ্লো’। লাক্স ফ্রেশ গ্লোর নতুনত্ব ও সতেজতা উদ্যাপন করতে ব্র্যান্ডটির উদ্যোগে চলছে ‘কনটেন্ট বানাও, গোল্ড লকেট জিতো!’ ক্যাম্পেইন। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত আগ্রহীরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে।
ইতিমধ্যে অনেকেই এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিয়েছে গোল্ড লকেট। ক্যাম্পেইনটিতে অংশ নিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের গাওয়া ‘সুন্দরী কমলা’ গানের সঙ্গে ইনফ্লুয়েন্সার ইশরাত জাহিনের হুক-স্টেপ অনুসরণ করে ভিডিও বানাতে হবে। আর নিজের পাবলিক সোশ্যাল মিডিয়া পেজ থেকে #LuxFreshGlow ব্যবহার করে এবং লাক্স বাংলাদেশ-কে ট্যাগ করে আপলোড করতে হবে। কনটেন্টের এনগেজমেন্টের ওপর ভিত্তি করে প্রতি সপ্তাহে সেরা ১০০টি কনটেন্ট জিতে নেবে লাক্স ফ্রেশ গ্লোর পক্ষ থেকে গোল্ড লকেট।
ভিডিও কনটেন্ট বানানো ও আপলোড করার নিয়ম১.
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তাহসানের গাওয়া ‘সুন্দরী কমলা’ গানের সঙ্গে ইশরাত জাহিন আহমেদের শেয়ার করা হুক-স্টেপ সঠিকভাবে অনুসরণ করতে হবে।
২. ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া (ফেসবুক ও টিকটক) প্রোফাইলে অপশন ‘পাবলিক’ করে এবং #LuxFreshGlow হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হবে।
৩. ভিডিওটি পোস্ট করার সময় অবশ্যই ‘লাক্স বাংলাদেশ’-কে ট্যাগ করতে হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কনট ন ট
এছাড়াও পড়ুন:
ফ্যাসিবাদ ভুলে বেরোবি শিক্ষার্থীদের মুখে বাঙালির নবজাগরণ
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—চারপাশ জুড়ে বাজছে নতুন গানের সুর। আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন। পুরনো যত জরা, হতাশা আর গ্লানি—সব ভুলে সামনে তাকাবার সময় এখন। এ দিনটি শুধু ক্যালেন্ডারের নতুন পৃষ্ঠা নয়, এটি প্রকৃতির এক অনবদ্য রূপ, এক নব বার্তা। এটি শিকড়ের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। এ সময়টাতেই বাঙালির মধ্যে এক অন্যরকম আবেশ কাজ করে।
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন কিছুর স্বপ্ন দেখার অনন্য সুযোগ তৈরি হয় এই দিনটিতে। চারদিকে ছড়িয়ে পড়ে উল্লাসের রঙ। হালখাতা, মিষ্টি বিনিময়—এসব শুধু রীতি নয়, এক নিঃশব্দ অঙ্গীকার। নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রতীক। ব্যবসা, সম্পর্ক, জীবন—সবই যেন নতুন করে শুরু হয়।
তবে অতীত ছিল উজ্জ্বল নয়। গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের ছায়ায় মানুষ ছিল দমবন্ধ পরিবেশে। প্রকাশের স্বাধীনতা ছিল সীমিত, উৎসবের আনন্দ ছিল নিয়ন্ত্রিত। কিন্তু সময় বদলেছে। এবারের বর্ষবরণ সেই পরিবর্তনের বার্তা নিয়েই এসেছে। ফ্যাসিবাদ পরবতী নববর্ষ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
বর্ষবরণ হোক নতুন এক নবজাগরণ
এবারের বর্ষবরণ যেন এক নবজাগরণ। এতদিন যেভাবে অন্ধকারে ঢাকা ছিল আমাদের স্বদেশ, তা আজ এক নতুন রূপে উদ্ভাসিত। ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন শুধু কণ্ঠরোধ করেনি, আমাদের স্বপ্নগুলোকেও মুছে দিতে চেয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, এই দেশের তারুণ্য থেমে থাকে না। আজকের পহেলা বৈশাখ নতুন প্রজন্মের হাত ধরে এক উজ্জ্বল আগামীর দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।
(লেখক: জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ)
আর নিপীড়নের বাতাসে নিঃশ্বাস নিতে চাই না
বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের উৎসব। এই দিনে আমরা ফিরে যাই আমাদের শিকড়ে, গাই ঐক্যের গান। বৈচিত্র্যের মাঝে একতার গল্প বলি, সংস্কৃতির ছায়ায় গড়ে তুলি সহনশীল, আনন্দময় এক বাংলাদেশ। চলো, ১৪৩২ সালকে বানাই ভালোবাসার, সহমর্মিতার আর সংস্কৃতির মিলনমেলা।
আমরা আর নিপীড়নের বাতাসে নিঃশ্বাস নিতে চাই না। আমরা চাই এক নতুন বাংলাদেশ—যেখানে থাকবে মত প্রকাশের অধিকার, থাকবে স্বাধীনভাবে বাঁচার নিশ্চয়তা, থাকবে মৌলিক অধিকার আর সমতা। যেখানে রাষ্ট্র হবে জনগণের জন্য, নিপীড়নের জন্য নয়।
(লেখক: ফাত্তাহান আলী, শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)
শোভাযাত্রা হোক সবার
পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি। এটি আমাদের ঐতিহ্য, কৃষ্টি আর আত্মপরিচয়ের প্রতীক। ফ্যাসিস্ট শাসনামলে ‘মঙ্গল শোভাযাত্রা’কে ব্যবহার করা হয়েছিল বিভাজনের হাতিয়ার হিসেবে। আজ আমরা চাই, এই শোভাযাত্রা হোক সবার, হোক অন্তর্ভুক্তিমূলক। যেখানে প্রতিটি মানুষ নিজেকে দেখতে পায় আনন্দ আর একতার আয়নায়।
(লেখক: জাহিদ হাসান, শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, লোকপ্রশাসন বিভাগ)
ফ্যাসিবাদ আর না আসুক এ মাটিতে
নতুন সময়ে বাঙালীর সবার অধিকার নিশ্চিত হোক। আমরা চাই এক নতুন বাংলাদেশ—যেখানে থাকবে মত প্রকাশের অধিকার, থাকবে স্বাধীনভাবে বাঁচার নিশ্চয়তা, থাকবে মৌলিক অধিকার আর সমতা। বাঙালি নববর্ষে এটাই হোক সবার চাওয়া- ফ্যাসিবাদ আর না আসুক এ মাটিতে।
(লেখক: আজিজুর রহমান, শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট বিভাগ)
ঢাকা/মেহেদী