অত্যাধুনিক প্রযুক্তি এবং হেভি-ডিউটি পারফরম্যান্সের মাধ্যমে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন সুশীতল বাতাসের নিশ্চয়তায় আধুনিক প্রযুক্তির এসি ‘হায়ার’। গরমের তীব্রতায় অন্যতম ভরসা হলো শক্তিশালী, বিদ্যুৎসাশ্রয়ী ও স্বাস্থ্যকর এয়ারকন্ডিশনার। গ্লোবাল নম্বর ওয়ান মেজর অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার এবার নিয়ে এসেছে হেভি-ডিউটি পারফরম্যান্স প্রযুক্তি, যা আরও দ্রুত ও শক্তিশালী কুলিং নিশ্চিত করে, পরিবেশ রাখে স্বাস্থ্যকর এবং আপনাকে দেবে সুশীতল আরামদায়ক বাতাসের নিশ্চয়তা।

হায়ার এসির বৈশিষ্ট্য

১.

হেভি-ডিউটি পারফরম্যান্স: নতুন আপগ্রেডেড হেভি-ডিউটি পারফরম্যান্স প্রযুক্তি হায়ার এসির শীতল করার ক্ষমতা আরও বাড়িয়েছে। প্রচণ্ড গরমেও এটি দ্রুত ঠান্ডা বাতাস সরবরাহ করতে সক্ষম, ফলে যেকোনো পরিবেশে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত হয়।

২. সুপার আইএফডি এয়ার পিউরিফায়ার: সুপার আইএফডি ফিল্টার বাতাসের পিএম ২.৫ (PM 2.5) ধূলিকণা ও অ্যালার্জেন দূর করে, ফলে ঘরের বাতাস আরও বিশুদ্ধ হয়। এই প্রযুক্তি ধুলাবালি, ধোঁয়া এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান ফিল্টার করে, যা শ্বাসপ্রশ্বাসের সমস্যা প্রতিরোধে সহায়ক।

৩. ইউভিসি-প্রো জেনারেটর: ইউভিসি-প্রো জেনারেটর ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য জীবাণু ধ্বংস করে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে। এটি বিশেষভাবে কার্যকর; কারণ এটি বাতাস বিশুদ্ধ করার পাশাপাশি জীবাণুমুক্ত পরিবেশও তৈরি করে।

৪. সেলফ ক্লিনিং প্রযুক্তি: হায়ার এসির সেলফ ক্লিনিং ফিচার স্বয়ংক্রিয়ভাবে এসির ভেতরের ধুলাবালি, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস পরিষ্কার করে। এর ফলে এসির পারফরম্যান্স আরও ভালো হয় এবং দীর্ঘদিন পরিষ্কার বাতাস নিশ্চিত করে।

৫. ওয়াই-ফাই স্মার্ট কন্ট্রোল: হায়ার এসির স্মার্ট ওয়াই-ফাই কন্ট্রোল ফিচার আপনাকে যেকোনো স্থান থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এসি নিয়ন্ত্রণের সুবিধা দেয়। ফলে অফিসে বা বাইরে থাকলেও আপনি এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন, যা আরামের অভিজ্ঞতা আরও সহজ করে তোলে।

৬. ইনভার্টার প্রযুক্তি: হায়ার ইনভার্টার এসি শক্তিসাশ্রয়ী ও দ্রুত শীতল করার ক্ষমতাসম্পন্ন। এতে রয়েছে স্মার্ট ইনভার্টার কম্প্রেসর, যা দ্রুত কুলিং নিশ্চিত করে এবং বিদ্যুৎসাশ্রয় করে।

৭. ৪-ডি অটো সুইং: হায়ার এসির ফোর-ডি (4-D) এয়ারফ্লো ডিজাইন ঘরের প্রতিটি কোণে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। ফলে ঘর আরও দ্রুত শীতল হয় এবং দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্য বজায় থাকে।

৮. সুপার কোয়াইট অপারেশন: ঘুম বা কাজের সময় বাড়তি শব্দ একদমই পছন্দ নয়? হায়ার এসির সুপার কোয়াইট অপারেশন নিশ্চিত করে শব্দহীন কার্যক্ষমতা, যা বিশেষ করে রাতে আরামদায়ক পরিবেশ তৈরি করে।

পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত প্রযুক্তি

হায়ার এসিতে ব্যবহৃত হেপা ফিল্টার ও হাইজিন ফিল্টার ৯৯.৯৮ শতাংশ ধুলাবালি ও অ্যালার্জেন অপসারণ করে। এ ছাড়া এতে ব্যবহৃত আর-থার্টিটু (r-32) রেফ্রিজারেন্ট গ্যাস পরিবেশবান্ধব, যা ওজোনস্তরের ক্ষতি করে না এবং গ্লোবাল ওয়ার্মিং কমায়।
নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্ব

হায়ার এসিতে রয়েছে অটো-ডায়াগনোসিস সিস্টেম, যা যেকোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং এসির ডিসপ্লেতে ত্রুটির কোড দেখায়। এতে দ্রুত সমস্যার সমাধান করা যায় এবং এসির স্থায়িত্ব বাড়ে। এ ছাড়া গোল্ড ফিন প্রযুক্তি মরিচা ও ক্ষয় প্রতিরোধ করে, ফলে এসির কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে।

বিদ্যুৎসাশ্রয় এবং স্মার্ট এনার্জি কন্ট্রোল

হায়ার ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী, যা আপনার মাসিক বিদ্যুৎ বিল কমিয়ে আনবে। এতে রয়েছে ইকো মোড, যা প্রয়োজন অনুসারে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে।

বিক্রয়োত্তর সেবা

হায়ার এসির সঙ্গে থাকছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, চার বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি।

গ্লোবাল নম্বর ওয়ান মেজর অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ারের এসি এবার আরও শক্তিশালী হেভি-ডিউটি পারফরম্যান্স প্রযুক্তির মাধ্যমে এনে দিচ্ছে আরও আরামদায়ক শীতলতা।
তাই এখনই কিনুন এবং নিশ্চিত করুন শীতল, স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রফরম য ন স হ য় র এস র স স ব স থ যকর ন শ চ ত কর ইনভ র ট র পর ব শ ক ষমত

এছাড়াও পড়ুন:

‘ফুটবল ইশ্বর আমাদের সঙ্গে নেই’- স্পার্স কোচ

ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টটেনহ্যাম হটস্পারের কোচ অ্যাঞ্জ পোস্টেকগলু দলের ভাগ্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন। গ্রীক বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, এই মৌসুমে ফুটবল ইশ্বর যেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

ঘরের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই হুগো একিতিকে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন। ঠিক তাঁর ২০ মিনিট পর রাইট ব্যাক পেদ্রো পোরোর দারুণ গোলে সমতায় ফেরে স্পার্স। তবে ম্যাচে প্রচুর সুযোগ নষ্ট করে বসে স্বাগতিকরা। যার ফলে সুবিধাজনক অবস্থানে থেকে জার্মানিতে দ্বিতীয় লেগে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে লন্ডনের ক্লাবটি।

ম্যাচের ৫৫ মিনিটে মিডফিল্ডার লুকাস বার্গভাল গোলমুখে শট মারেন, এরপর রদ্রিগো বেন্টাকুরের হেড লাগে ক্রসবারে। ফ্রাঙ্কফুর্ট গোলকিপার কাওয়া সান্তোস দুর্দান্ত পারফরম্যান্স ঠেকাতে থাকেন সব শট। বিশেষ করে অতিরিক্ত সময়ে মিকি ভ্যান দ্য ভেনের হেড ঠেকিয়ে স্পার্সকে জয়বঞ্চিত করেন।

আরো পড়ুন:

গোলখরা কাটাতে মনোবিদের শরণাপন্ন রিচার্লিসন

টটেনহ্যামে হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পোস্টেকগলু বলেন, “আমি এখন বুঝে গেছি যে, ফুটবল ইশ্বর এই মৌসুমে অন্য দল নিয়ে ব্যস্ত! আমাদের দিকে তাকানোর সময় পাচ্ছে না। তাই আমাদের যা কিছু করতে হবে, সেটা নিজেদের চেষ্টাতেই করতে হবে, কোনো ঐশ্বরিক সহায়তা দিয়ে নয়।”

এই অস্ট্রেলিয়ান কোচের স্পার্সের দ্বিতীয় মৌসুমটা ভীষণ হতাশাজনক। একের পর এক ইনজুরিতে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিটকে গেছেন, সঙ্গে ধারাবাহিক খারাপ পারফরম্যান্স মিলিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে ক্লাবটি নেমে গেছে ১৪তম স্থানে, যেখানে তারা অর্ধেকেরও বেশি ম্যাচ হেরে বসেছে। ইউরোপা লিগ এখন স্পার্সের একমাত্র সুযোগ কিছু জেতার, একই সাথে ১৭ বছরের ট্রফি খরা কাটানোর।

বৃহস্পতিবার স্পার্স কাঙ্ক্ষিত জয় না পেলেও, পোস্টেকগলু দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং কিছু খেলোয়াড়ের বিশেষ প্রশংসা করেছেন, “পুরো দলটাই ভালো খেলেছে। আমি মনে করি রদ্রি (বেন্টানকুর) অসাধারণ ছিল। দুই ফুলব্যাক রক্ষণে এবং আক্রমণে দারুণ অবদান রেখেছে। কুতি (ক্রিস্টিয়ান রোমেরো) আর মিকি (ভ্যান দ্য ভেন) প্রতিপক্ষের আক্রমণ ভালোভাবে সামলেছে, শুধু যে গোলটা খেয়েছি, সেটা ছাড়া সবই ভালো ছিল।”

স্পার্স তাদের পরবর্তী প্রিমিয়ার লিগ ম্যাচে রোববার (১৩ এপ্রিল) উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে। এরপর আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তারা দ্বিতীয় লেগ খেলতে জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট সফরে যাবে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • সুপার লিগে উঠল যারা
  • ম্যানসিটির ফুটবলারদের ‘সংকল্প ও ইচ্ছাশক্তি’ অভাব
  • বার্সেলোনা নয়, মেসি মায়ামিতেই থাকছেন
  • ‘ফুটবল ইশ্বর আমাদের সঙ্গে নেই’- স্পার্স কোচ
  • ওনানার মারাত্মক দুই ভুলে ইউরোপায় ড্র করল ইউনাইটেড