ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গত ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর ২০ ফেব্রুয়ারি একটি আবেদন দেয় এক পরীক্ষার্থী। এতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে ভিসি বরাবর তার (রিটকারীর) দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ক ষ পর ক ষ র

এছাড়াও পড়ুন:

ঈদে আছেন মেহজাবীন

হানিমুন কবে? তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের পর থেকে ঘুরেফিরে এ প্রশ্নই সামনে আসছে। ১৪ ফেব্রুয়ারি প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি। জাঁকালো বিয়ের আয়োজনে কোনো খামতি ছিল না, সামাজিক যোগাযোগমাধ্যমেও চর্চায় ছিলেন তাঁরা।

গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মেহজাবীন চৌধুরী জানালেন, ব্যস্ততার কারণে আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা তাঁরা করেননি। তাঁর ভাষ্যে, ‘যদি যাওয়া হয়, সেটা পরে।’

মেহজাবীন চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ