সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সরকারি জায়গা দখলে অভিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সাহাব উদ্দিন জুলাই বিপ্লব তথা ৫ আগস্টের পর দেড়শত একর সরকারি জমি দখলে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এমন খবর গণমাধ্যমে আসার পর সিলেট জেলা বিএনপি সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অভিযোগ তদন্তে জেলা বিএনপি তিন সদস্যের কমিটিও গঠন করেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১৯ মার্চ) সকালে শোকজের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে সাহাব উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি বলে বিবেচিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ, দলের নীতি ও আদর্শের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়েছে।

আরো পড়ুন:

১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস বাবর

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: রিপন

সাহাব উদ্দিনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এর সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা আগামী সাত কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য শোকজে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়।

দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারী ভোলাগঞ্জে। কোয়ারীর পাশে সরকারের অন্তত ২৭৫ একর উন্মুক্ত জায়গা আছে। ২০০১ সালের দিকে এসব জায়গার দখল নেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন। এর মধ্যে সাহাব উদ্দিনের দখলে চলে যায় অর্ধেকের বেশি জমি। পাশে কোয়ারি থাকায় দখলকারীরা জায়গাগুলো পাথর ভাঙার মেশিনের মালিকদের কাছে ভাড়া দেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিলেমিশে সরকারি জায়গা দখল করে ভাড়া দিয়েছেনে সাহাব উদ্দিন। বিগত সরকারের শেষের দিকে দুই বছর আগে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করে। গত ৫ আগস্ট পরবর্তিত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ১০ নম্বর সাইট এলাকায় সরকারি প্রায় ১৫০ একর জমি দখলের অভিযোগ ওঠে সাহাব উদ্দিনের বিরুদ্ধে। সেখান থেকে লাখ লাখ টাকা ভাড়া নিচ্ছেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর টনক নড়ে দলের।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সাহাব উদ্দিনকেও এ ঘটনায় লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ও কারণ দর্শানোর জবাব পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, দখলবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্সে রয়েছে।

এ ব্যাপারে জানতে সাহাব উদ্দিনকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা/নুর/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র ব যবস থ সরক র গঠন ক

এছাড়াও পড়ুন:

‘বৈশাখ ঘিরে আমার কোনো স্মৃতি নেই, উন্মাদনাও নেই’

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নববর্ষের উৎসবে একাত্ম হন রূপালি ভুবনের বাঙালি তারকারাও। তবে ব্যতিক্রম কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কারণ বাঙালি হলেও পহেলা বৈশাখ নিয়ে কোনো স্মৃতিই নেই তার।

পহেলা বৈশাখ নিয়ে স্মৃতিচারণের প্রসঙ্গ উঠতেই ইন্দ্রনীল সেনগুপ্ত বলেন, “আমি কী বলব? এই দিন ঘিরে আমার কোনো স্মৃতি নেই, উন্মাদনাও নেই! বাংলার বাইরে বেড়ে উঠলে যা হয়। তাই পহেলা বৈশাখ আর বছরের অন্য দিনের মাঝে কোনো তফাত নেই।”

আরো পড়ুন:

অবশেষে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ

ছোট পোশাক পরলেই মা খারাপ না, এটা আমার ছেলে জানুক: প্রিয়াঙ্কা

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত ‘পুরাতন’ সিনেমা। এ উপলক্ষে নতুন পোশাক উপহার পেয়েছেন তিনি। তা স্মরণ করে এই অভিনেতা বলেন, “এ বছর নতুন সিনেমা উপলক্ষে নতুন জামা পেয়েছি। সিনেমাটির প্রযোজক-নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত দিয়েছেন। উনার বাড়িতে পেট ভরে বাঙালি খাবার খেয়েছি। কলকাতাতেও থাকলাম বেশ কিছু দিন।”

১৯৭৪ সালের ৮ সেপ্টেম্বর ভারতের আসামের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ইন্দ্রনীল। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা শেষ করে পাড়ি জমান ব্রিটেনে। ইউনিভার্সিটি অব লন্ডনে উচ্চতর ডিগ্রি নিয়ে ভারতে ফিরেন ইন্দ্রনীল।

মডেলিংয়ের মাধ‌্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ইন্দ্রনীল সেনগুপ্ত। পরবর্তীতে টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন। ২০০৪ সালে হিন্দি ভাষার ‘শুকরিয়া: টিল ডেথ ডু আস অ্যাপার্ট’ সিনেমার মাধ‌্যমে বড় পর্দায় পা রাখেন। ২০০৯ সালে ‘অংশুমানের ছবি’ সিনেমার মাধ‌্যমে টলিউড চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তীতে খল চরিত্রে অভিনয় করে দারুণ খ‌্যাতি কুড়ান এই অভিনেতা। ২০১২ সালে বাংলাদেশের ‘চোরাবালি’ সিনেমায়ও দেখা যায় তাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ