বরগুনায় থানায় ঢুকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মেয়েসহ মহিলা দলের নেত্রী গ্রেপ্তার
Published: 19th, March 2025 GMT
বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানায় ঢুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে জেলার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহানের বিরুদ্ধে। এ সময় তিনি পুলিশের সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান এবং আসামিকে ছেড়ে দিতে পুলিশকে হুমকি দেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটে।
প্রতারণার মামলায় গ্রেপ্তার ওই আসামির নাম সোহান। তিনি অভিযুক্ত মহিলা দলের নেত্রী ইসরাত জাহানের জামাতা। গতকাল তাঁকে গ্রেপ্তারের পর মেয়েকে নিয়ে থানায় ঢুকে তিনি তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় মহিলা দলের নেত্রী ইসরাত জাহান (৪০) ও তাঁর মেয়ে সারজিনা মিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে হুমকি দেওয়ায় অভিযোগে মামলা করা হয়।
পুলিশ জানায়, গতকাল রাতে প্রতারণার মামলায় সোহান নামের এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে সদর থানা-পুলিশ। এরপর মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে সোহানকে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ইসরাত জাহান। এতে ব্যর্থ হলে পুলিশকে তিনি গালমন্দ করে ও হুমকি দেন। থানার সিসিটিভি ফুটেজেও ওই আসামিকে ছাড়িয়ে নিতে মহিলা দলের নেত্রীকে বাগ্বিতণ্ডা করতে দেখা যায়। পরে মেয়েসহ মহিলা দলের ওই নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
হেফাজতে থাকায় এ ব্যাপারে মহিলা দলের নেত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করে জেলা বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি পুলিশের হাতে গ্রেপ্তার তাঁর জামাতাকে দেখতে সদর থানায় যান। সেখানে পুলিশের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। এমন ঠুনকো বিষয়ে তাঁকে ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি দুঃখজনক।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় দুজনকে তাঁরা গ্রেপ্তার করেছেন। তাঁরা সম্পর্কে মা-মেয়ে। তাঁদের মধ্যে ইসরাত জাহান নামের এক নারী নিজেকে উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ইসর ত জ হ ন দল র ন ত র সদর থ ন
এছাড়াও পড়ুন:
গরমে স্বস্তির পানীয়
চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী
ফ্রুট পাঞ্চ
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
কোল্ড ডেভিনশন
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্মোক ম্যাংগো ধামাকা
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্লু মুন ড্রিংকস
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।