রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে। সকালে স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। যদিও এখন ঢাকা স্টেশনের আপ ও ডাউন দুটি লাইনই সচল হয়েছে।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, দুপুর ২টায় ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন ক্লিয়ার হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১টার পর শুধু আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর ফলে স্টেশনে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।

স্টেশনের শিডিউল বোর্ডে বিলম্বের তালিকায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এবং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট র ন ল ইনচ য ত

এছাড়াও পড়ুন:

নিশ্চিত ছিলাম আমি ভিড়ে হারিয়ে যাব, অথবা মরেই যাব: কঙ্গনা

হিমাচল প্রদেশ থেকে বলিউডে এসে পাকাপাকি জায়গা তৈরি করেছেন কঙ্গনা রনৌত। অভিনয় ও ছবি পরিচালনার পাশাপাশি রাজনীতিতেও হাতেখড়ি হয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মন্ডি কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য। কিন্তু একসময় তিনি প্রায় নিশ্চিত ছিলেন, তাঁর মৃত্যু হবেই! কেউ বাঁচাতে পারবেন না। খবর হিন্দুস্তান টাইমসের

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াই নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। বহিরাগত হিসেবেই মুম্বাইয়ের সিনেমা দুনিয়ায় প্রবেশ করেছিলেন। মডেলিং জগৎ থেকে অভিনয়ে পা রেখেছিলেন।

কঙ্গনা রনৌত

সম্পর্কিত নিবন্ধ