এবারের `বৈয়াম পাখি' গানে জেফারের কণ্ঠ, রয়েছেন অভিনয়েও
Published: 19th, March 2025 GMT
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে 'মাইশেলফ অ্যালেন স্বপন ২'। এর আগে সিরিজটির প্রথম পর্ব দারুণ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় আসছে দ্বিতীয় কিস্তি। নতুন এই সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার।
সিরিজে তিনি শুধু গানেই কণ্ঠ দেননি, করেছেন অভিনয়ও। সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল তার। সিরিজের 'বৈয়াম পাখি ২.
'বৈয়াম পাখি ২.০' গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার।
খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।
জেফার বলেন, 'গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে জন্যই গানটিতে যুক্ত হওয়া।'
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ 'সিন্ডিকেট'। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় 'মাইশেলফ অ্যালেন স্বপন'র প্রথম সিজন।
প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। ঈদে ররকিতে মুক্তি পাবে 'মাইশেলফ অ্যালেন স্বপন ২'
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ফ র রহম ন অ য ল ন স বপন প রথম
এছাড়াও পড়ুন:
ফুলবাড়ীতে কালবৈশাখী: গাছ উপড়ে ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিলা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত ৪টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বড় একটি গাছ উপড়ে ছকিলা বেগমের ঘরের ওপর পড়ে। গাছের চাপায় ঘরেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
ভাগ্নের সঙ্গে হাতাহাতি, হাসপাতালে মামার মৃত্যু
লক্ষ্মীপুরে হামলায় আহত রং মিস্ত্রির মৃত্যু
ঝড় থামার পরে পরিবারের অন্য সদস্যরা ঘরের ওপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পায়।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।