নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের তথ্য–উপাত্ত (ডেটা) ভাগাভাগি করার বিষয়ে একমত হয়েছে। কীভাবে, কোথায়, কখন এসব তথ্য ব্যবহার করা হবে, তা নিয়ে ইউএনএইচসিআরের সঙ্গে আরও আলোচনা হবে।

আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন এনাইডি অনুবিভাগের কর্মকর্তারা। বৈঠক শেষে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, কীভাবে ইসি ডেটা পেতে পারে, এ বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি দল গঠন করা হয়েছে। সেখানে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনএইচসিআরের প্রতিনিধি থাকছেন। সার্ভার কার কাছে থাকবে, এটি এখনো ঠিক হয়নি। তিনি বলেন, যত দ্রুত রোহিঙ্গাদের ডেটা পাওয়া যাবে, ইসির তত সুবিধা হবে। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে তখন আর কষ্ট হবে না। এ ছাড়া ইউএনএইচসিআরের ডেটার সঙ্গে মিলিয়ে দেখে যাদের শনাক্ত করা হবে তাদের এনআইডি ‘লক’ করে দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এনআইডির জন্য ছবি তুলতে গিয়েছিলেন, ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

নিহত হৃদয় সরকার (২০) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের সোলাইমান সরকারের ছেলে ও একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে শুভ শেখ (২০)। আহত শিক্ষার্থীর নাম সাগর শেখ (২০)। তিনি ওই গ্রামের শাহিন শেখের ছেলে। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা তিনজন স্থানীয় কলেজের শিক্ষার্থী। এ বছর তাঁদের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মির্জাপুরের ইউসুফ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যক্তিদের ছবি তোলার কার্যক্রম চলছে। ছবি তুলতে আজ সেখানে গিয়েছিলেন ওই তিন তরুণ। সেখান থেকে তাঁরা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজাপুর এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি গাড়ি চাপা দেয়। ঘটনাস্থলে হৃদয় সরকার ও শুভ শেখ নিহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপরিদর্শক (এসআই) নুর হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। চাপা দেওয়া গাড়ির সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্ত করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ

  • ইসির কর্মীদের আগামীকালের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত
  • এনআইডির জন্য ছবি তুলতে গিয়েছিলেন, ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত