বরখাস্ত করা ২৫ হাজার কর্মীকে আদালতের নির্দেশে চাকরিতে ফেরাচ্ছে ট্রাম্প প্রশাসন
Published: 19th, March 2025 GMT
সম্প্রতি নিয়োগ পাওয়া ফেডারেল সরকারের প্রায় ২৫ হাজার কর্মীকে বরখাস্ত করার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে কর্মীদের চাকরিচ্যুত করাটা অবৈধ হয়ে থাকতে পারে, একজন বিচারকের এ আদেশের পর ফেডারেল সংস্থাগুলো তাঁদের সবাইকে চাকরিতে ফেরত আনার কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন।
আদালতে ট্রাম্প প্রশাসনের দাখিল করা নথিপত্রে এসব কথা উল্লেখ করা হয়েছে।
মেরিল্যান্ডের বাল্টিমোর ফেডারেল আদালতে গত সোমবার দাখিল করা হয় এসব নথিপত্র। নথিতে কেন্দ্রীয় সরকারের ১৮টি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের বিবৃতিও রয়েছে। তাঁরা সবাই বলেছেন যে চাকরিতে পুনর্বহাল করা শিক্ষানবিশ কর্মীদের সবাইকে অন্তত সাময়িক সময়ের জন্য হলেও প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।
ফেডারেল সরকারের আকার কমাতে (খরচ ও জনশক্তি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি যে বড় কর্মসূচি হাতে নেন, তার অংশ হিসেবে ওই ২৫ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়। এ নিয়ে সমালোচনা ও বিক্ষোভ শুরু হলে মামলা করা হয় বিভিন্ন স্থানে।ফেডারেল সরকারের আকার কমাতে (খরচ ও জনশক্তি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি যে বড় কর্মসূচি হাতে নেন, তার অংশ হিসেবে ওই ২৫ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়। এ নিয়ে সমালোচনা ও বিক্ষোভ শুরু হলে মামলা করা হয় বিভিন্ন স্থানে। কিন্তু এই প্রথম প্রশাসনের পক্ষ থেকে কর্মীদের বরখাস্ত করা নিয়ে স্বীকারোক্তি ও তাঁদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে আদালতে নথি দাখিল করা হলো।
চাকরিচ্যুত হওয়া ফেডারেল কর্মীদের পক্ষে বিক্ষোভে অংশ নেন অনেকে। ওয়েস্ট ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র, ২৮ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা
রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।
নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘ফিলিস্তিনে, গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সকলকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।’
আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান। রমনা বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল