জামালের চোখে হামজা ‘বাংলাদেশের মেসি’
Published: 19th, March 2025 GMT
লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ভারত ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, হামজা চৌধুরী বাংলাদেশের মেসি।
২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামালের। এরপর তারিক কাজী, শাহ কাজেমদের পথ ধরে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এখন হামজা। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি মাতানো হামজা বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
হামজার মতো বড় তারকাকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চিত জামাল বললেন, তিনিই বাংলাদেশের মেসি, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।’
সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা দুই পাশে হামজা চৌধুরী (বাঁয়ে) ও জামাল ভুঁইয়া (ডানে)।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থী হত্যায় সাবেক প্রতিমন্ত্রী এনামের চার রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক আক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ডা. এনামের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ৭টার দিকে সাজ্জাদ সাভার বাসস্ট্যান্ডে যান। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। পরে এনাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাজ্জাতের বাবা সাভারের আউকপাড়া এলাকার আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় ৩২১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হন এনামুর রহমান। পরে তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা/মামুন/এনএইচ