রাজবাড়ীর কালুখা‌লি‌তে ‌তিন ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষক‌কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হরিণবাড়িয়ার একটি মাদরাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগের বরাতে কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তিন ছাত্রকে গত তিন মাস ধরে নানা বাহানায় নিজের রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করেন। ভয়ে শক্ষার্থীরা নিজেদের পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে আটক করেন। ওই শিক্ষক দোষ স্বীকার করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। 

আরো পড়ুন:

মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন 

গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিকে শূন্য পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে

তিনি আরো জানান, এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ঢাকা/রবিউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, কারাগারে জাতীয় নাগরিক কমিটির দুই সদস্য

চট্টগ্রামে সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গ্রেপ্তার দু’জন হলেন, আসাদুজ্জামান রাফি (২৭) ও আব্দুল কাদের ইমন (২৬)। তারা জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানা প্রতিনিধি কমিটির সদস্য। 

মঙ্গলবার রাতে নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় আসাদুজ্জামান রাফির নাম এক নম্বরে রয়েছে। ৩২ নম্বরে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম।    

ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, সমন্বয়ক পরিচয়ে সিইপিজেড এলাকার ভ্রাম্যমাণ কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দু’জনকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে হেফাজতে নেয়। 

তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজিম (৩৫) ইপিজেড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
 

সম্পর্কিত নিবন্ধ