গুগল মেসেজেসের গ্রুপ চ্যাটে যুক্ত হচ্ছে মেনশন, যে সুবিধা পাওয়া যাবে
Published: 19th, March 2025 GMT
গুগল মেসেজেসের গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে মেনশন–সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধার পাশাপাশি অ্যাপটির নকশাতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি। সম্প্রতি গুগল মেসেজেস অ্যাপের এপিকেএ বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথরিটি।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল মেসেজেসে মেনশন–সুবিধা যুক্তের কাজ চলছে। সুবিধাটি চালু হলে গ্রুপ চ্যাটে সহজেই নির্দিষ্ট ব্যক্তিকে মেনশন বা ট্যাগ করা যাবে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মেনশন–সুবিধার আদলে তৈরি হওয়ায় গ্রুপ চ্যাটে বার্তা পাঠানোর সময় নির্দিষ্ট ব্যক্তির নামের আগে @ চিহ্ন যোগ করলেই তিনি সরাসরি নোটিফিকেশন বার্তা পাবেন। ফলে গ্রুপের সদস্যসংখ্যা বেশি হলেও নির্দিষ্ট ব্যক্তিরা সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
আরও পড়ুনপ্রাপক এসএমএস পড়েছেন কি না জানবেন যেভাবে১৫ ফেব্রুয়ারি ২০২৪মেনশন–সুবিধা চালুর পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৬–এর নকশা অনুসরণ করে গুগল মেসেজেস অ্যাপের প্রেফারেন্স স্ক্রিন নতুনভাবে তৈরি করছে গুগল। তবে গুগল মেসেজেসে মেনশন–সুবিধা ও নতুন নকশা কবে নাগাদ উন্মুক্ত করা হতে পারে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: টেক রাডার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম নশন স ব ধ
এছাড়াও পড়ুন:
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, কারাগারে জাতীয় নাগরিক কমিটির দুই সদস্য
চট্টগ্রামে সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গ্রেপ্তার দু’জন হলেন, আসাদুজ্জামান রাফি (২৭) ও আব্দুল কাদের ইমন (২৬)। তারা জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানা প্রতিনিধি কমিটির সদস্য।
মঙ্গলবার রাতে নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় আসাদুজ্জামান রাফির নাম এক নম্বরে রয়েছে। ৩২ নম্বরে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম।
ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, সমন্বয়ক পরিচয়ে সিইপিজেড এলাকার ভ্রাম্যমাণ কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দু’জনকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজিম (৩৫) ইপিজেড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।