জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী নিহত, আহত ১১
Published: 19th, March 2025 GMT
গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে তিন নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার তেঁতুলবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিলা বেগম কাশিয়ানী উপজেলার তেঁতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লা স্ত্রী।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল বলেন, “তেঁতুলবাড়ি গ্রামের শাহিদ মোল্লার সাথে বোরো ধানের জমিতে পানি দেয়া নিয়ে কাওসার মোল্লার সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধর রাতে শাহিদ মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাওসার মোল্লার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের চার জন নারীসহ ১১ জন আহত হয়। পরে মারাত্মক আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।”
মারাত্মক আহত মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়াকে (৩০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানান রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল।
ঢাকা/বাদল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, কারাগারে জাতীয় নাগরিক কমিটির দুই সদস্য
চট্টগ্রামে সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গ্রেপ্তার দু’জন হলেন, আসাদুজ্জামান রাফি (২৭) ও আব্দুল কাদের ইমন (২৬)। তারা জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানা প্রতিনিধি কমিটির সদস্য।
মঙ্গলবার রাতে নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় আসাদুজ্জামান রাফির নাম এক নম্বরে রয়েছে। ৩২ নম্বরে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম।
ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, সমন্বয়ক পরিচয়ে সিইপিজেড এলাকার ভ্রাম্যমাণ কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দু’জনকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজিম (৩৫) ইপিজেড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।