পাবনার ঈশ্বরদীতে শতাধিক দুস্থদের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে নতুন পোশাক– শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস প্রদান করেছেন সুহৃদরা। ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর এলাকার বিনা পয়সার পাঠশালায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট।
আজ ১৯ মার্চ বিনা পয়সার পাঠশালা চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাশ। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, পাতিবিল বস্তি ও সাঁড়াগোপালপুর এলাকার দুস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিহাব উদ্দিন, পৌর ভূমি কর্মকর্তা আফছার আলী, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, স্বর্ণকলি বিদ্যা সদনের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম বাবু, ব্যবসায়ী তানজিরুল ইসলাম মিন্টো, রফিকুল ইসলাম বাচ্চু, আনিসুজ্জামান সোহান, সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সদস্য ফিরোজ আহমেদ, রাকিবুল ইসলাম রূপম, খায়রুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প বন উপহ র র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থী হত্যায় সাবেক প্রতিমন্ত্রী এনামের চার রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক আক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ডা. এনামের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ৭টার দিকে সাজ্জাদ সাভার বাসস্ট্যান্ডে যান। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। পরে এনাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাজ্জাতের বাবা সাভারের আউকপাড়া এলাকার আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় ৩২১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হন এনামুর রহমান। পরে তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা/মামুন/এনএইচ