ভ্লাদিমির পুতিন আংশিক ও অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়াযর কয়েক ঘন্টা পরই রাশিয়া কামিকাজে ড্রোন এবং এস-৩০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। বুধবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প এবং পুতিন দুই ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির অনুরোধ প্রত্যাখ্যান করলেও, জ্বালানি ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা স্থগিত রাখার বিষয়ে একমত হন।

তবে, ফোনকলটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই, কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রাজধানীর আশেপাশের অঞ্চলে প্রায় ৪৫টি ড্রোন হামলা হয় এবং রাতভর রাজধানীজুড়ে বিমান বিধ্বংসী গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুচা ও রাজধানীর আশেপাশের অন্যান্য এলাকায় ড্রোন পড়ে অসংখ্য বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর সুমিতে, একটি ড্রোন একটি হাসপাতাল ভবনে আঘাত হানে যার ফলে ১০০ জনেরও বেশি রোগীকে সরিয়ে নিতে হয়। আরেকটি পৃথক ঘটনায়, পাশের একটি গ্রামে একজন বেসামরিক নাগরিক মারা গেছেন।

ইউক্রেনও রাতারাতি রাশিয়ার উপর দূরপাল্লার ড্রোন হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে একটি তেল ডিপোতে আঘাত হেনেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ৫৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই কুর্স্ক অঞ্চলে, যেখানে ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি গত সাত মাস ধরে তাদের দখলে থাকা একটি ছোট অংশ থেকে সরে যাচ্ছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা চাঁদাবাজির একটি মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

পিপি ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, গত বছরের এপ্রিলে মেঘনা আলমের পূর্বপরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। সেই ঘটনার সঙ্গে মেঘনা আলম জড়িত বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। আজ বৃহস্পতিবার এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে মেঘনা আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনমডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্ট১৩ এপ্রিল ২০২৫

পিপি ওমর ফারুক জানান, ভাটারা থানায় দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় ১১ এপ্রিল গ্রেপ্তার হন মেঘনা আলমের পরিচিত ব্যবসায়ী সমির। এই মামলায় তাঁকে ১২ এপ্রিল পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। তিনি এখন কারাগারে।

সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুনমেঘনা আলম যে প্রক্রিয়ায় আটক, তা সঠিক হয়নি: আসিফ নজরুল১৩ এপ্রিল ২০২৫

মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা নিয়ে তাঁর বাবা বদরুল আলম গত রোববার (১৩ এপ্রিল) রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন।

রুলে পরোয়ানা ছাড়া বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার, কারণ না জানিয়ে গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টার বেশি হেফাজতে রাখা ও আইনজীবীর সুযোগ না দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দেওয়া আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ