পুতিন-ট্রাম্প ফোনালাপের পরেই ইউক্রেনে জোরদার হামলা
Published: 19th, March 2025 GMT
ভ্লাদিমির পুতিন আংশিক ও অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়াযর কয়েক ঘন্টা পরই রাশিয়া কামিকাজে ড্রোন এবং এস-৩০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। বুধবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প এবং পুতিন দুই ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির অনুরোধ প্রত্যাখ্যান করলেও, জ্বালানি ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা স্থগিত রাখার বিষয়ে একমত হন।
তবে, ফোনকলটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই, কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রাজধানীর আশেপাশের অঞ্চলে প্রায় ৪৫টি ড্রোন হামলা হয় এবং রাতভর রাজধানীজুড়ে বিমান বিধ্বংসী গুলিবর্ষণের শব্দ শোনা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুচা ও রাজধানীর আশেপাশের অন্যান্য এলাকায় ড্রোন পড়ে অসংখ্য বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর সুমিতে, একটি ড্রোন একটি হাসপাতাল ভবনে আঘাত হানে যার ফলে ১০০ জনেরও বেশি রোগীকে সরিয়ে নিতে হয়। আরেকটি পৃথক ঘটনায়, পাশের একটি গ্রামে একজন বেসামরিক নাগরিক মারা গেছেন।
ইউক্রেনও রাতারাতি রাশিয়ার উপর দূরপাল্লার ড্রোন হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে একটি তেল ডিপোতে আঘাত হেনেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ৫৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই কুর্স্ক অঞ্চলে, যেখানে ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি গত সাত মাস ধরে তাদের দখলে থাকা একটি ছোট অংশ থেকে সরে যাচ্ছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থী হত্যায় সাবেক প্রতিমন্ত্রী এনামের চার রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক আক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ডা. এনামের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ৭টার দিকে সাজ্জাদ সাভার বাসস্ট্যান্ডে যান। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। পরে এনাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাজ্জাতের বাবা সাভারের আউকপাড়া এলাকার আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় ৩২১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হন এনামুর রহমান। পরে তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা/মামুন/এনএইচ