লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে হেলালকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। 

এর আগে, সোমবার (১৭ মার্চ) রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে হেলালকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে লক্ষ্মীপুর পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

গ্রেপ্তার হেলালকে ছাত্র হত্যা মামলার পাশাপাশি রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি মামলার এজাহারভুক্ত আসামি।

আরো পড়ুন:

যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত ১০, থানায় অভিযোগ

যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড

 

হেলাল রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য।

রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় হেলাল এজাহারভুক্ত আসামি। এছাড়া তাকে সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ‍“শিক্ষার্থী আফনান হত্যা মামলায় হেলালকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নাম না জানা আসামি হিসেবে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ য বল গ র একট

এছাড়াও পড়ুন:

ঈদে আছেন মেহজাবীন

হানিমুন কবে? তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের পর থেকে ঘুরেফিরে এ প্রশ্নই সামনে আসছে। ১৪ ফেব্রুয়ারি প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি। জাঁকালো বিয়ের আয়োজনে কোনো খামতি ছিল না, সামাজিক যোগাযোগমাধ্যমেও চর্চায় ছিলেন তাঁরা।

গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মেহজাবীন চৌধুরী জানালেন, ব্যস্ততার কারণে আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা তাঁরা করেননি। তাঁর ভাষ্যে, ‘যদি যাওয়া হয়, সেটা পরে।’

মেহজাবীন চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ