ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে টারজানের শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করে ক্ষমা চাইলেন তিনি

আগের দিন একটি মন্তব্য করে পরের দিনই ক্ষমা চাইতে হলো।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ গত সোমবার ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে টারজান নিয়ে বানানো সিনেমার শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করেন। পরদিন অর্থাৎ মঙ্গলবার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দমিনগেজ।

প্যারাগুয়েতে সোমবার দক্ষিণ আমেরিকা মহাদেশে ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে কোপা লিবার্তোদোরেসের ড্র শেষে সাংবাদিকদের দমিনগেজ বলেন, ব্রাজিলিয়ান দলগুলো ছাড়া এই ক্লাব টুর্নামেন্ট ‘যেন চিতা ছাড়া টারজান।’

আরও পড়ুনমেসির সঙ্গে নয়, আমার সঙ্গে লড়ো—লোগান পলকে আর্জেন্টাইন তারকার বডিগার্ড৬ ঘণ্টা আগে

আমেরিকান লেখক এডগার রাইস বারোজের লেখা বইয়ের বিখ্যাত চরিত্র টারজান। এই চরিত্র নিয়ে হলিউডে ১৯৩০ থেকে ১৯৬০–এর দশকে বানানো সিনেমা এবং ষাটের দশকে টিভি সিরিজে ‘চিতা’ নামে একটি শিম্পাঞ্জির চরিত্রও দেখা যায়। টারজানের সঙ্গী হিসেবে এই চরিত্র দেখা গেছে সিনেমা ও টিভি সিরিজে।

দমিনগেজ এরপর ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমার সাম্প্রতিক বিবৃতি নিয়ে ক্ষমা চাচ্ছি। আমি যেটা বলেছি, সেটা আসলে জনপ্রিয় একটি কথার কথা। এর মাধ্যমে কাউকে খাটো করা কিংবা অসম্মান করতে চাইনি। ১০টি সদস্য দেশের ক্লাবগুলোর অংশগ্রহণ ছাড়া কনমেবলের লিবার্তোদোরেস ভাবাই যায় না।’

প্যারাগুয়েতে গত পরশু কোপা লিবার্তোদোরেসের ড্র অনুষ্ঠিত হয়

সম্পর্কিত নিবন্ধ