নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
Published: 19th, March 2025 GMT
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। খবর বাসসের।
প্রধান উপদেষ্টা সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই সভায় কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে আজ প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণসহ তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টার নির্দেশনা হলো- ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া।
পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা। এছাড়া ভাড়া করা ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা। পুলিশের এসআই ও এএসআই র্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।
সভায় প্রধান উপদেষ্টা জানান, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফর্ম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
মরুভূমির নিচে পাঁচ হাজার বছরের পুরোনো সভ্যতার সন্ধান দিল এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে রাব আল-খালি মরুভূমির নিচে থাকা পাঁচ হাজার বছরের পুরোনো সভ্যতার সন্ধান পেয়েছেন আবুধাবির খলিফা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। লোকচক্ষুর অন্তরালে বালুর নিচে থাকা প্রাচীন এ সভ্যতার সন্ধান পেতে নিজেরাই সিনথেটিক অ্যাপারচার রাডারে (এসএআর) তোলা ছবি পর্যালোচনা করতে সক্ষম এআই অ্যালগারিদম তৈরি করেন তাঁরা। সিনথেটিক অ্যাপারচার রাডারের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠের ছবি তোলার সুযোগ থাকায় ছবিগুলো পর্যালোচনা করে সংযুক্ত আরব আমিরাতের সারুক আল-হাদিদ অঞ্চলে বালুর নিচে থাকা প্রাচীন এক মানববসতির খোঁজ দিয়েছে এআই অ্যালগরিদমটি।
খলিফা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডায়ানা ফ্রান্সিস বলেন, জলবায়ুর কারণে সংযুক্ত আরব আমিরাতের অনেক অংশই মরুভূমি। মাটিতে মরুভূমির মধ্যে জরিপ করা খুব চ্যালেঞ্জিং ছিল। সেই কারণে স্যাটেলাইট থেকে ছবি তোলা ব্যবহার করেছি আমরা। সারুক আল-হাদিদ অঞ্চলের প্রাচীন স্থানের ছবি বিশ্লেষণ করে অজানা প্রাচীন মানববসতি সম্পর্কে জানা গেছে।
রুব আল-খালি বিশ্বের বৃহত্তম বালিময় মরুভূমির একটি। নতুন তৈরি মেশিন-লার্নিং অ্যালগরিদমটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ভূপৃষ্ঠের গভীরে বালুর নিচে চাপা পড়ে থাকা লুকানো প্রত্নতাত্ত্বিক স্থান শনাক্ত করতে পারে। রাডার ইমেজের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠকে গভীরভাবে চিত্রিত করা যায়। আর তা বিশ্লেষণ করে দিচ্ছে এআই।
নতুন এই স্থান আবিষ্কার প্রত্নতত্ত্ব–সংক্রান্ত গবেষণার জন্য একটি বিশাল পদক্ষেপ হতে পারে। এআই ও রিমোট সেন্সিং ব্যবহার করে জটিল সব ভূখণ্ডে প্রাচীন বসতি খুঁজে বের করার সুযোগ তৈরি হচ্ছে। মানুষের উপস্থিতি ছাড়াই দ্রুতগতি ও দক্ষতায় এআই বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়া করে এসব তথ্য জানাতে পারে। বিজ্ঞানীরা আরব উপদ্বীপ ও বাইরের প্রাচীন সভ্যতা সম্পর্কে এআই দিয়ে আরও গভীরভাবে জানতে আগ্রহী এখন। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী বিভিন্ন মরুভূমিতে সভ্যতার অস্তিত্ব জানাতে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া