Samakal:
2025-03-19@14:01:47 GMT

কোন চাপ অনুভব করছি না: হামজা 

Published: 19th, March 2025 GMT

কোন চাপ অনুভব করছি না: হামজা 

জাতীয় দলের সঙ্গে বুধবার প্রথম অনুশীলন করবেন হামজা চৌধুরী। ম্যানচেস্টার থেকে সিলেট দিয়ে হবিগঞ্জ ঘুরে ঢাকায় এসেছেন তিনি। ফ্লাডলাইটের নিচে অনুশীলনের আগে কোচ হাভিয়ের ক্যাবরেরা ও দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন হামজা। সেখানে প্রশ্নের জবাবে জানান, ভারত ম্যাচ ঘিরে কোন চাপ অনুভব করছেন না তিনি।

হামজা বলেন, ‘আমি মনে করি, ফুটবলে যেকোন কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই।’

দলের সঙ্গে আনুষ্ঠানিক অনুশীলন না করলেও খেলোয়াড়দের সম্পর্কে, কোচের কৌশল সম্পর্কে ধারণা পেয়েছেন বলেও জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ডিভিশনের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। বেশ আগে থেকে কোচ তাকে দলের ভিডিও ক্লিপ পাঠিয়েছেন এবং পরিকল্পনা জানিয়েছেন বলে উল্লেখ করেন হামজা।

তিনি বলেন, ‘আমি আলাদা করে কিছু প্রত্যাশা করছি না (বাংলাদেশের কাছে)। কোচের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কথা হচ্ছে। তিনি আমাকে কৌশল সম্পর্কে জানিয়ে ভিডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি দলের ট্যাকটিক্যাল এবিলিটি দেখে খুবই বিস্মিত হয়েছি। দলটা আক্রমণাত্মক, আমি উচ্ছ্বসিত ও আশাবাদী যে দলে নতুন কিছু যোগ করতে পারবো।’

বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা সতীর্থ, কোচ ও বন্ধুরা অভিনন্দন জানাচ্ছেন বলে উল্লেখ করেন হামজা। আঞ্চলিক বাংলায় তিনি বলেন, ‘ফ্রেন্ড, কোচের থেইকা মেসেজ পাইছি। তারা কনগ্রাচুলেট করতাছে। তারা পজিটিভ মেসেজ দিতাছে। আমার পরিবার খুব গর্বিত। হাজার মানুষ এসে আমারে দেখতাছে, কনগ্রাচুলেশন দিতাছে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মরুভূমির নিচে পাঁচ হাজার বছরের পুরোনো সভ্যতার সন্ধান দিল এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে রাব আল-খালি মরুভূমির নিচে থাকা পাঁচ হাজার বছরের পুরোনো সভ্যতার সন্ধান পেয়েছেন আবুধাবির খলিফা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। লোকচক্ষুর অন্তরালে বালুর নিচে থাকা প্রাচীন এ সভ্যতার সন্ধান পেতে নিজেরাই সিনথেটিক অ্যাপারচার রাডারে (এসএআর) তোলা ছবি পর্যালোচনা করতে সক্ষম এআই অ্যালগারিদম তৈরি করেন তাঁরা। সিনথেটিক অ্যাপারচার রাডারের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠের ছবি তোলার সুযোগ থাকায় ছবিগুলো পর্যালোচনা করে সংযুক্ত আরব আমিরাতের সারুক আল-হাদিদ অঞ্চলে বালুর নিচে থাকা প্রাচীন এক মানববসতির খোঁজ দিয়েছে এআই অ্যালগরিদমটি।  

খলিফা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডায়ানা ফ্রান্সিস বলেন, জলবায়ুর কারণে সংযুক্ত আরব আমিরাতের অনেক অংশই মরুভূমি। মাটিতে মরুভূমির মধ্যে জরিপ করা খুব চ্যালেঞ্জিং ছিল। সেই কারণে স্যাটেলাইট থেকে ছবি তোলা ব্যবহার করেছি আমরা। সারুক আল-হাদিদ অঞ্চলের প্রাচীন স্থানের ছবি বিশ্লেষণ করে অজানা প্রাচীন মানববসতি সম্পর্কে জানা গেছে।

রুব আল-খালি বিশ্বের বৃহত্তম বালিময় মরুভূমির একটি। নতুন তৈরি মেশিন-লার্নিং অ্যালগরিদমটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ভূপৃষ্ঠের গভীরে বালুর নিচে চাপা পড়ে থাকা লুকানো প্রত্নতাত্ত্বিক স্থান শনাক্ত করতে পারে। রাডার ইমেজের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠকে গভীরভাবে চিত্রিত করা যায়। আর তা বিশ্লেষণ করে দিচ্ছে এআই।

নতুন এই স্থান আবিষ্কার প্রত্নতত্ত্ব–সংক্রান্ত গবেষণার জন্য একটি বিশাল পদক্ষেপ হতে পারে। এআই ও রিমোট সেন্সিং ব্যবহার করে জটিল সব ভূখণ্ডে প্রাচীন বসতি খুঁজে বের করার সুযোগ তৈরি হচ্ছে। মানুষের উপস্থিতি ছাড়াই দ্রুতগতি ও দক্ষতায় এআই বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়া করে এসব তথ্য জানাতে পারে। বিজ্ঞানীরা আরব উপদ্বীপ ও বাইরের প্রাচীন সভ্যতা সম্পর্কে এআই দিয়ে আরও গভীরভাবে জানতে আগ্রহী এখন। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী বিভিন্ন মরুভূমিতে সভ্যতার অস্তিত্ব জানাতে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ