গোবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নিয়ে ছাত্রদলের সেহরি
Published: 19th, March 2025 GMT
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নিরাপত্তার দায়িত্বে কর্মরত আনসার সদস্যদের নিয়ে সেহরি করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৯ মার্চ) ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সেহরির আয়োজন করা হয়। সেখানে প্রায় ২০ জন আনসার সদস্যকে সেহরি করান তারা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, “রোজা ও ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায়, আনসার ভাইদের খোঁজ খবর নিতে গেলাম। পরিবার-সন্তানাদি ছেড়ে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। সন্তানতুল্য হিসেবে আমি তাদের সঙ্গে সেহরি করেছি এবং তাদের সার্বিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি।”
তিনি বলেন, “যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের জন্য কিছু করতে পারাটা আমাদের কাছে তৃপ্তির বিষয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে সর্বদা কাজ করে যাব।”
ঢাকা/রিশাদ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নান্দাইলে বিএনপির ইফতার অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ, ১৪৪ ধারা জারি
ছবি: প্রথম আলো