ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নুর (৭২) সন্ধান দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। মানববন্ধন শেষে দলের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিখোঁজ বিএনপি নেতার স্বজনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি নবাবগঞ্জের দেওতলার বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে বের হন পান্নু। রাজশাহীতে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর একবার কথা হয়। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। এ ব্যাপারে ১০ জানুয়ারি নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে সিহাব তমাল।

আজাদুল ইসলামের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় পার হলেও নিখোঁজ একজন নেতার সন্ধান করতে পারেনি প্রশাসন। এটা সবার জন্য উদ্বেগের। প্রশাসন তৎপর হলে অবশ্যই তাঁর সন্ধান পাওয়া সম্ভব।

আজাদুল ইসলামের ছেলে সিহাব তমাল বলেন, বাবার সন্ধানে তাঁরা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তবে তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তিনি দ্রুত বাবাকে ফিরে পেতে চান।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম, আবদুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, তুষার আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল নীরব।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো.

মমিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে বিএনপির ওই নেতার অবস্থান জানতে পুলিশের একটি দল কাজ করছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

শিশুকে ধর্ষণের দায় স্বীকার করেছেন হিটু শেখ

শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেলে মাগুরা সদর থানার ওসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার আসামিকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামি হিটু শেখ এরই মধ্যে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি তিন আসামির জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ক আলামত ফরেনসিক রিপোর্টের জন্য সিআইডি বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় গত ৫ মার্চ রাতে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার পর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকার সম্মিলিত সামরিক হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে মামলা করেন শিশুটির মা।

এদিকে, শিশুকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামে একটি সামাজিক সংগঠন। রোববার বেলা ১১টায় মাগুরা জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দোষীদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে। দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলার কার্যক্রম ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রয়েছে। সেখানে আমরা দ্রুত সময়ের মধ্যে বিচারিক কাজ শেষ দেখতে চাই। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় হামলার প্রতিবাদে ইবি ও কুবিতে বিক্ষোভ
  • নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রুপ নিয়েছে: মহিলা পরিষদ
  • বিনার মহাপরিচালকের অপসারণ চেয়ে কক্ষে তালা, মানববন্ধন
  • ড্যাপ বাতিল ও ইমারত বিধিমালা বাস্তবায়নে রিহ্যাবের মানববন্ধন
  • ধর্ষণ নিপীড়নের প্রতিবাদ
  • নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুহৃদ সমাবেশের মানববন্ধন
  • নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 
  • মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে অবরোধ
  • শিশুকে ধর্ষণের দায় স্বীকার করেছেন হিটু শেখ