বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ভয়াবহতা অতীতের সব মাত্রাকেও ছাড়িয়ে গেছে বলে মনে করে জাতীয় মহিলা পরিষদ। আজ বুধবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে পরিষদের নেত্রীরা এ মন্তব্য করেন।

এ সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ–সভাপতি ড. মাখদুমা নার্গিস রত্না বলেন, ‘আমরা অতীতেও নারীর প্রতি সহিংসতা দেখেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে নারীরা যে মাত্রায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে, তা অবর্ণনীয়। নারী নির্যাতনের এমন রুপ বাংলাদেশে আগে কখনো ছিল না বলে মনে করেন তিনি।

নারী নির্যাতনের সঠিক চিত্র গণমাধ্যমে তুলে ধরা হয় না অভিযোগ করে নারী নেত্রীরা বলেন, আছিয়ার ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে প্রতিদিন অসংখ্য আছিয়া যৌন নির্যাতন ও প্রতিহিংসার শিকার হচ্ছে, গণমাধ্যমে সেই খবর সঠিকভাবে প্রচার হচ্ছেনা।

মানববন্ধনে বিচার বিভাগের দীর্ঘসূত্রতা দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় মহিলা পরিষদ পরিচালক জনা গোস্বামী।

এদিকে, ‘ধর্ষণ’ বিষয়ে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন মহিলা পরিষদের নেত্রীরা। তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িতদের দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা একটি মারাত্নক ব্যাধি, তাই এটাকে রাজনৈতিকভাবে না জড়ানোর আহ্বান জানান তারা।

নারী নেত্রী ফেরদৌস জামান রত্নার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন হেনা চৌধুরী। এ সময় মহিলা পরিষদের পরিচালক দীপ্তি শিকদার, রেহানা ইউনুস, কানিজ ফাতেমাসহ অন্যান্য নারী নেত্রীরা বক্তব্য রাখেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিশুকে ধর্ষণের দায় স্বীকার করেছেন হিটু শেখ

শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেলে মাগুরা সদর থানার ওসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার আসামিকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামি হিটু শেখ এরই মধ্যে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি তিন আসামির জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ক আলামত ফরেনসিক রিপোর্টের জন্য সিআইডি বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় গত ৫ মার্চ রাতে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার পর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকার সম্মিলিত সামরিক হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে মামলা করেন শিশুটির মা।

এদিকে, শিশুকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামে একটি সামাজিক সংগঠন। রোববার বেলা ১১টায় মাগুরা জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দোষীদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে। দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলার কার্যক্রম ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রয়েছে। সেখানে আমরা দ্রুত সময়ের মধ্যে বিচারিক কাজ শেষ দেখতে চাই। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় হামলার প্রতিবাদে ইবি ও কুবিতে বিক্ষোভ
  • নবাবগঞ্জ বিএনপির নিখোঁজ সভাপতির সন্ধান দাবিতে মানববন্ধন
  • বিনার মহাপরিচালকের অপসারণ চেয়ে কক্ষে তালা, মানববন্ধন
  • ড্যাপ বাতিল ও ইমারত বিধিমালা বাস্তবায়নে রিহ্যাবের মানববন্ধন
  • ধর্ষণ নিপীড়নের প্রতিবাদ
  • নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুহৃদ সমাবেশের মানববন্ধন
  • নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 
  • মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে অবরোধ
  • শিশুকে ধর্ষণের দায় স্বীকার করেছেন হিটু শেখ