নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, আটক ১
Published: 19th, March 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লায় জিহাদ (১৭) নামের এক মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান (১৮) নামের এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মৃতের পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে জিহাদকে খুন করেছেন আরমান।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে ফতুল্লার পশ্চিম লামাপাড়ায় দরগাহ বাড়ি মসজিদের সামনে জিহাদকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ছেলে। আটক আরমান পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের ছেলে।
জিহাদের ভাবি সোনিয়া বেগম জানিয়েছেন, পশ্চিম লামাপাড়ায় বাল্লক মিয়ার বাড়িতে ভাড়া থাকত জিহাদের পরিবার। স্থানীয় একটি মাদ্রাসায় পড়তেন জিহাদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করেন। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেন। স্থানীয়রা জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় জিহাদ মারা যান।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেছেন, খুনের ঘটনায় ছুরিসহ আরমানকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। জিহাদে লাশ ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ঢাকা/অনিক/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শুক্রবার নারায়ণগঞ্জে আসবেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না
আগামী ২১ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সেই লক্ষ্যে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে খানপুর কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কার্যালয়ে জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানকে সফল করতে নেতাকর্মীদেরকে দীক নির্দেশনা প্রদান করা হয়।
সভাশেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দরা যৌথভাবে অট্রোঅফিস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদল ও খানপুর বার একাডেমী স্কুল মাঠে মহানগর যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম,শাহীন শরীফ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।