গাজীপুরের কোনাবাড়ীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে তাঁরা এই কর্মবিরতি পালন করছেন।

শ্রমিকেরা জানান, মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় আজ সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন।

কারখানার প্রিন্টিং সেকশনের কর্মী রাকিবুল হাসান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে।

আরেক কর্মী শামসুদ্দিনের প্রশ্ন, সারা বছর কাজ করে যদি ঈদের সময় এমন হয়রানির স্বীকার হতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কী হতে পারে?

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

নজরুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে ২৫ মার্চ ঈদ বোনাস ও ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দেওয়া হবে। কিন্তু শ্রমিকেরা তা প্রত্যাখান করে কর্মবিরতি পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঈদ ব ন স

এছাড়াও পড়ুন:

আলঝেইমার রোগের চিকিৎসায় নতুন আশা

আলঝেইমার রোগের উপশমে কার্যকর নতুন এক উপাদানের খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, রোজমেরি ও সেজ নামের মসলায় কার্নোসিক অ্যাসিড পাওয়া যায়, যা অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে অ্যান্টি–ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের। আর তাই এসব মসলার মধ্যে থাকা একটি যৌগ আলঝেইমার রোগের উপশমে কাজ করতে পারে।

ইঁদুরের মস্তিষ্কে রোজমেরি ও সেজ মসলায় থাকা যৌগ ব্যবহার করে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, ইঁদুরের মস্তিষ্কে যৌগটি ব্যবহারের পরে প্রদাহ কমে গেছে। আর তাই এখন আলঝেইমার রোগের চিকিৎসায় মানুষের শরীরে যৌগটি ব্যবহার করতে চান বিজ্ঞানীরা। এ জন্য কার্নোসিক অ্যাসিড ব্যবহার করে একটি ওষুধও তৈরি করেছেন তাঁরা। ওষুধটি কেবল প্রদাহ কমায় না; বরং মস্তিষ্কের স্নায়ু কোষের সংযোগ পুনরুদ্ধার করতে পারে। এতে শেখার আগ্রহ ও স্মৃতিশক্তি বাড়ে।

আরও পড়ুনশহরের আলোর কারণে বাড়তে পারে আলঝেইমারের ঝুঁকি১০ সেপ্টেম্বর ২০২৪

বিজ্ঞানীদের তথ্যমতে, কার্নোসিক অ্যাসিড ইতিমধ্যেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন নিরাপদ বলে বিবেচনা করেছে। এ জন্য নতুন ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দ্রুত ব্যবহার করতে আগ্রহী বিজ্ঞানীরা। আলঝেইমার রোগ ডিমেনশিয়ার সাধারণ একটি রূপ। এই রোগের কারণে এমন একটি অবস্থা তৈরি হয়, যা সাধারণত বয়স্ক ব্যক্তিদের মন ও স্মৃতিতে প্রভাবের জন্য পরিচিত। নতুন ওষুধটি জীবন বাঁচানোর পাশাপাশি বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করবে না।

ইঁদুরের ওপর পরিচালিত পরীক্ষায় নতুন ওষুধটি নিউরোনাল সিন্যাপ্সের সংখ্যা বৃদ্ধি করেছে। বিজ্ঞানী স্টুয়ার্ট লিপটন বলেন, ‘আমরা স্মৃতিশক্তি নিয়ে একাধিক পরীক্ষা করেছি। এই ওষুধের মাধ্যমে স্মৃতিশক্তি উন্নত হতে দেখা গেছে।’

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত নিবন্ধ