ফতুল্লায় একটি ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় মোঃ আরমান (১৮) নামের অপর এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়াস্থ দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুরের জাহাঙ্গীরের ছেলে। তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার  বাল্লক চিশতির বাড়িতে ভাড়ায় বসবাস করতো।

 গ্রেপ্তারকৃত মোঃ আরমান ফতুল্লার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ফতুল্লার লামাপাড়াস্থ দরগাহ মসজিদের সামনে আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। মঙ্গলবার ইফতারের পর রাত পৌনে আটটার দিকে শাহিন কোন এক কাজে দোকান থেকে বাইরে যায়। কিছুক্ষন পর এসে দেখে তার দোকানে থাকা বাল্ব জালানোর ব্যাটারি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সে যখন বাইরে গিয়েছিলো তখন জিহাদ সহ তার সঙ্গে আরো দুই কিশোর দোকানের সামনে দাঁড়িয়ে ছিলো। এ কথা জানতে পেরে আরমান ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে নিহত জিহাদ ও তার দুই সহোযোগিকে জিজ্ঞেস করে তারা চুরি করেছে কিনা।  এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে আরমান ক্ষ্দ্ধু হয়ে বাসায় গিয়ে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আরমানকে আটক করে এবং জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় রাত ১১ টার দিকে জিহাদ মারা যায়। বিষয়টি আইনীপ্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আরম ন

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন

‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ।

আজ সোমবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জেলা প্রশান, প্রচ্ছদ, হিজিবিজি, সরকারি কলেজ, উদীচী, এনসিটিএফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে।

জেলার ঐতিহ্য গরুর গাড়ি, পুতুল নাচ, চরের কৃষকদের নানা কথা উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের কুড়িগ্রাম সরোবরে গিয়ে শেষ হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কুড়িগ্রাম ইকো পার্কে পুতুল নাচ, ভেলাকোপা গ্রামে লাঠি খেলা, পাঁচগাছির ভেলুর বাজারে ঘোড়া খেলাসহ দিন্যবাপী বর্ষবরণের নানা আয়োজন জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। তবে বিগত কয়েকবছর ধরে জেলায় বৈশাখী মেলা না হওয়ায় কিছুটা অখুশি দেখা যায় জেলা শহরের বাসিন্দাদের মধ্যে।

জেলা শহরের বাসিন্দা হামিদুল হক বলেন, ‘প্রতিবছর কুড়িগ্রামে ধুম-ধাম করে বর্ষ বরণ হলেও, বিগত কয়েক বছর থেকে বৈশাখী মেলা হয় না, এটি হলে ভালো হতো।’

পুতুল নাচ দেখতে আসা জারা ইসলাম বলেন, ‘বাবার সঙ্গে প্রথম পুতুল নাচ দেখতে আসলাম, খুব ভালো লাগছে।’

হিজিবিজির সংগঠক রাজ্য জ্যোতি বলেন, ‘বর্ষ বরণের নানা আয়োজন কুড়িগ্রাম সরোবরে দিনব্যাপী চলবে। প্রশাসন থেকে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ