নারীদের অধিকারের গল্প নিয়ে ‘অপরাজিতা’, উপস্থাপনায় তানিয়া
Published: 19th, March 2025 GMT
নারীদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন তানিয়া আফরিন। যে অনুষ্ঠানে মূলত নারীদের অধিকার নিয়েই কথা বলা হয়ে থাকে।
বিটিভিতে প্রচার হচ্ছে তানিয়ার উপস্থাপনায় ‘নারীদের কথা’ অনুষ্ঠানটি। এছাড়া খুব শিগগির এটিএন বাংলায় প্রচার আসছে তার উপস্থাপনায় ‘অপরাজিতা’ নামের আরও একটি অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানেই বিভিন্ন পেশাজীবির নারীদের অংশগ্রহন থাকছে।
তানিয়া আফরিন বলেন, ‘আমি শুরু থেকেই নারীদের নিয়ে অনুষ্ঠান করে আসছি। সবাই যেখানে গ্ল্যামারের পিছনে ছুটছে, সেখানে আমি ভিন্ন পথে হাটছি। আমি নারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার সব কটি অনুষ্ঠানেই নারীদের অধিকার প্রাধন্য পেয়েছে। আমাদের সমাজে ও আশেপাশে এখনো নারীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে। এ বিষয়গুলো আমি সব সময় তুলে ধরার চেষ্টা করছি।’
তানিয়া আফরিন ২০১৭ সাল থেকে উপস্থাপনা শুরু করেছেন। সে সময় বিজয় টিভিতে প্রথমবারের মতো ‘নারী সফলতা’ অনুষ্ঠানটি করে বেশ প্রশংসা কুড়ান। বিটিভিতে নারীদের নিয়ে ৫০% অনুষ্ঠানটিও তার প্রশংসিত হয়েছে।
উপস্থাপনার পাশাপাশি তানিয়া বর্তমানে দীপ্ত টিভিতে সংবাদ পাঠিকা হিসেবে আছে। এর আগে বিজয় টিভি ও গাজী টিভিতেও সংবাদ পাঠিকা হিসেবে তিনি দীর্ঘদিন ছিলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বংশালে বাসায় ঢুকে যুবককে হত্যা
পুরান ঢাকার বংশালে বাসায় ঢুকে বিপ্লল গাজী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় টাকা লুটের জন্য এ ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নয়ন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ঢাকা/মাকসুদ/এনএইচ