সামাজিক যোগাযোগমাধ্যমের এই দিনে কত কিছু করেই না ভাইরাল হয় মানুষ। এবার ভাইরাল হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক স্পিনার ব্র্যাড হগ। তবে ভাইরাল হওয়াটা উপভোগ করতে পারছেন না খেলা ছাড়ার পর বিশেষজ্ঞের ভূমিকায় কাজ করা হগ। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ব্যঙ্গ করে ভিডিও বানিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন ৫৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান। রিজওয়ানের বলা দুর্বল ইংলিশ নিয়েই ভিডিওটি বানিয়েছিলেন হগ।

ভিডিওতে দেখা যায়, রিজওয়ানের মতো দেখতে এক লোকের সাক্ষাৎকার নিচ্ছেন হগ। রিজওয়ানের বাচনভঙ্গি অনুকরণ করে হগের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় সেই লোককে। হগ প্রশ্ন করেন, বিরাট কোহলিকে নিয়ে কী ভাবেন? উত্তরে নকল রিজওয়ান বলেন, তিনি নিজেকে কোহলির সমপর্যায়েরই মনে করেন। কারণ হিসেবে বলেন, যেহেতু দুজনেই পানি ও খাদ্য গ্রহণ করেন।

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার বান ছুটেছে। একজন লিখেছেন, ‘বিদেশি ভাষা না জানাটা কোনো অপরাধ নয়।’ আরেকজন লিখেছেন, ‘অস্ট্রেলীয়রা সম্ভবত ব্র্যাড হগের কাণ্ডে লজ্জা পাচ্ছে।’ তৃতীয় আরেকজন লিখেছেন, ‘এটা ভয়ংকর। ব্র্যাড হগের উচিত হয়নি এমন কিছু করা। খেলোয়াড়দের বিচার করতে হবে ক্রিকেটীয় দক্ষতা দিয়ে, কে কেমন ইংলিশ পারে তা দিয়ে নয়।’ আরেকজন লিখেছেন, ‘প্রকাশ্যে এভাবে কাউকে অপমান করার অধিকার কারও নেই।’

আরও পড়ুনসেঞ্চুরির ফিফটি ডাকছে বাংলাদেশের এই ব্যাটসম্যানকে৩ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর এমনিতেই কম সমালোচনা হচ্ছে না রিজওয়ানকে নিয়ে। তাঁর ইংলিশে কথা বলার দুর্বলতা নিয়েও মজা করেন অনেকেই। তবে তাঁদের কেউই তো আর ব্র্যাড হগের মতো তারকা নন।

আরও পড়ুনস্পিনে সেরা, ব্যাটিংয়ে আক্রমণই শেষ কথা কলকাতার৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জওয় ন

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেট চাইলেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন বান্ধব উইকেট তৈরি না করে টেস্ট মানসম্পন্ন রাখাই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, ভালো উইকেটই দলকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

বাংলাদেশের বেশিরভাগ টেস্ট মাঠে, বিশেষ করে মিরপুরে, স্পিনারদের জন্য স্বর্গ বলা হয়ে থাকে। তবে সিলেটের উইকেটে তুলনামূলকভাবে পেসারদের জন্য বাড়তি সহায়তা থাকে। আর চট্টগ্রামে ব্যাটাররাও বেশ দাপট দেখান। ২০ এপ্রিল সিলেটে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও তাই ভিন্ন ধরনের উইকেট চান টাইগার কোচ।

সিমন্স বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে একটি ভালো উইকেট তৈরি করা, যেখানে আমরা আমাদের টেস্ট দলকে এগিয়ে নিতে পারব। জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা করে স্পিন উইকেট বানানোর দরকার আছে বলে মনে করি না।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ উইকেট দেখেছি, মনে হয়েছে শক্ত এবং ভালো মানের। দেখা যাক কাল সকালে পরিস্থিতি কেমন থাকে। আমরা জয় পেতে চাই, উইকেট যেমনই হোক।’

২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর দীর্ঘ বিরতিতে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এই ফাঁকে ১৩ এপ্রিল থেকে সিলেটে প্রস্তুতি শুরু করেছে শান্ত-মুমিনুল-মিরাজরা। প্রস্তুতির বিষয়েও সন্তুষ্ট সিমন্স।

তিনি বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এখানে যে সুযোগ-সুবিধা আছে, তা যেন স্বপ্নের মতো। হোটেল থেকে মাঠের দূরত্ব কম, সময়ের মধ্যে অনেক কিছু করা যাচ্ছে।’

সিরিজে হোয়াইটওয়াশের পরিকল্পনা থাকলেও, ফিল সিমন্স ধাপে ধাপে এগোনোর পক্ষে। ‘আমরা এখনই হোয়াইটওয়াশ নিয়ে ভাবছি না। প্রথম টেস্টটা জিততে চাই। এরপর সিরিজ জয় নিয়ে ভাবব। প্রথম দিনটা ভালো কাটাতে হবে, ধাপে ধাপে এগোতে হবে। এখন মনোযোগ সিলেটেই, চট্টগ্রার কথা পরে ভাবব।’

সম্পর্কিত নিবন্ধ