ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে সৌদি আরব ক্যাম্পের পর বাদ দেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই দেশে ফেরেন জামাল ভুঁইয়ারা।

ফাহামিদুলকে দলে না রাখায় ফুটবলের কয়েকটি সমর্থক গ্রুপ আন্দোলন করে। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে লং মার্চের ঘোষণাও দেয়।

আরো পড়ুন:

বাংলায় কথা বললেন হামজা

বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়ে নারী ফুটবল দল ঘোষণা

হামজা চৌধুরীকে নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ করে ফাহামিদুলকে নিয়ে সরব হয়ে ওঠেন ফুটবল ভক্তরা। ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও ফাহামিদুলকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন হয়।

বাদ দেওয়ার কারণ নিয়ে কোচ কাবরেরা বলেন, “তার বয়স ১৮ বছর। সে আমাদের বিবেচেনায় আছে। কিন্তু এই মুহুর্তে জাতীয় দলের জন্য প্রস্তুত না। সে আমাদের সঙ্গে থাকবে ভবিষ্যতে।”

তাকে ভারতের বিপক্ষে বিবেচনা করা হবে কী না, এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, “না, এই মুহুর্তে না। সে ইতালি ফিরে গেছে।”

এদিকে কোচকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল বলেন, “কোচ একটা কথা বলেছে, ফাহমিদুল এই মুহুর্তে রেডি না। এটাকে আমাদের সমর্থন দিতে হবে।”

এদিকে সংবাদ সম্মেলন শেষে বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন সমর্থকরা। বাফুফে সভাপতিও কোচের সিদ্ধান্ত নিয়ে তাদের বোঝান। 

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

বাজেট হবে বাস্তবমুখী, আকার বাড়বে না: অর্থ উপদেষ্টা 

আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার অহেতুক বড় করা হবে না। এ ছাড়া বাজেটটা বাস্তবমুখী করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ নানা বিষয় আসছে। আমরা বলেছি আগামী বছরের বাজেটটা বাস্তবমুখী করবো। বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতিটা কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থানের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

আরো পড়ুন:

বাজেট কাটছাঁটের প্রক্রিয়া শুরু

বাজেট থেকে ৭০ হাজার কোটি টাকা কাটছাঁটের পরিকল্পনা

তিনি বলেন, আজকে ট্যাক্সের বিষয় আছে, সংবাদপত্রের বেতন বাড়ানো বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব। বাজেটের ইমপ্যাক্টটা কী হয়, সেটা আগে তো বেশিরভাগ বলে দেওয়া হতো। আমরা এটা করবো। এবার আমরা সেসব বিষয়ে নজর রাখবো। এছাড়া বাজেট বক্তৃতা ২০০ থেকে ৩০০ পৃষ্ঠা হয়। এবার আমি বলেছি ৫০ থেকে ৬০ পৃষ্ঠার বেশি বড় হওয়ার দরকার নেই। বাজেট সংক্ষিপ্ত হবে।

সামাজিক নিরাপত্তার পরিমাণ বাড়াবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কিছু বাড়াবো। আর কয়েক লাখ লোক আছে আনডিজার্ভ, সেগুলো যদি কমিউনিটিতে আনতে হয় তাহলে আনবো। তবে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও আইটি খাতে বরাদ্দ কমবে না, বাড়বে।

এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল কথা হলো আমাদের প্রস্তুতি৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রস্তুতিটা নেবো। বাংলাদেশ যদি পদক্ষেপ না নেয় তাহলে অন্যান্য দেশ যেমন ভুটান ও আফ্রিকার কয়েকটি দেশ বলেছে বাংলাদেশ করলে আমরা সঙ্গে থাকবো। তাই আমরা প্রস্তুতিটা নেবো।

ঢাকা/হাসনাত/এনএইচ 

সম্পর্কিত নিবন্ধ