ময়মনসিংহ নগরে ১১ বছর বয়সী এক শিশুকে ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত করার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে গতকাল মঙ্গলবার বিকেলে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গত সোমবার বিকেলে নগরের আকুয়া দারুস সালাম মসজিদ এলাকায় শিশুটিকে আটকে রেখে শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে ওই কিশোর। আহত শিশুটির নাম রাব্বী (১১)। সে নগরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায় নানা–নানির সঙ্গে থাকত এবং সানকিপাড়া বাজারে একটি ব্রয়লার মুরগির দোকানে শ্রমিকের কাজ করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সানকিপাড়া বাজারে শ্রমিকের কাজ করে অভিযুক্ত ওই কিশোর। প্রায় দুই মাস আগে তার সঙ্গে রাব্বীর কথা–কাটাকাটি হয়। ওই সময় থেকে শিশুটিকে দেখে নেওয়ার হুমকি দেয় কিশোরটি। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মুরগির দোকান থেকে রাব্বীকে ডেকে নিয়ে যায় ওই কিশোর। পরে আকুয়া দারুস সালাম মসজিদ এলাকায় নিয়ে সে শিশুটির চোখ বাঁধে। ব্লেড দিয়ে তার বুক, পিঠ, মাথা ও ঠোঁট কেটে দেয় সে। একপর্যায়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে একটি বাড়ির ভেতরে আশ্রয় নেয়। ওই বাড়ির সদস্যরা মুঠোফোনে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাব্বীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিশুটির নানার বাসা আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, নানি আনোয়ারা খাতুন ও খালা লাকি আক্তার আহাজারি করে কাঁদছেন। আনোয়ারা বলেন, ‘দোহান থাইকা ডাইক্যা নিয়া আমার নাতিনরে এমনে শইলডা জুইরা কাটতে পারল ওরা? আমার নাতির কোনো অন্যায় আছিল না। হেরে যারা এমন করছে, আল্লায় যেন এর বিচার করে।’

শিশুটির খালা লাকি আক্তার বলেন, ‘আমরা গরিব মানুষ। এলাকার মানুষের সহায়তায় ভাগনের চিকিৎসা শুরু হয়েছে। আল্লায় অভাগারে বাঁচাইয়া থুইয়া যাক।’

এ ঘটনায় সোমবার রাতেই কিশোরকে আসামি করে থানায় একটি মামলা করেন রাব্বীর নানা নায়েব আলী। এতে অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার পরপর কিশোরটিকে গ্রেপ্তার করে। গতকাল বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার শিশুটি একাই এ ঘটনা ঘটিয়েছে জানিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তবে আরও কেউ সম্পৃক্ত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ২৯ মার্চের টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। যারা আগামী ২৮ মার্চ ভ্রমণ করবেন তাদের আজ বুধবার (১৯ মার্চ) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

বুধবার সকাল ৮টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২ টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী এ দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে।

এর আগে গত রবিবার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, এছাড়া ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে।

এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে কিনতে হবে। ঈদযাত্রায় জন্য এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাত বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে একজোড়া ট্রেন চালানো হবে, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গত শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়।

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • গ্রেপ্তার আরাকান আর্মির ৪ সদস্যসহ ১০ জনের নামে দুই মামলা
  • ময়মনসিংহের ব্যস্ততম এলাকায় যেভাবে বাস করতেন আরসা সদস্যরা
  • ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ২৯ মার্চের টিকিট
  • বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ
  • গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ
  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০
  • মাইক্রোবাস চাপায় নারী শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষে আহত ২০ 
  • গাজীপুরে ৫ আগস্টের পর বিভিন্ন দাবিতে শ্রমিকদের ৮৩ বার মহাসড়ক অবরোধ
  • দেড় ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু