পোলট্রি খামারে আগুন, পুড়ে মারা গেল এক হাজার মুরগি
Published: 19th, March 2025 GMT
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে একটি পোলট্রি খামারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে খামারে থাকা প্রায় এক হাজার মুরগি মারা গেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার সময় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি মোজাফফর আহমদ বলেন, রাতে হঠাৎ খামারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই খামারের সবকিছু পুড়ে যায়। আগুনে প্রায় ১ হাজার মুরগির পাশাপাশি ৬০ হাজার নগদ টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে তাঁর চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাঁশখালী স্টেশনের টিম লিডার নুরুল বাশার প্রথম আলোকে বলেন, আগুনের খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এর আগেই খামার ও মুরগি পুড়ে গেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজাধানী থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে। সকালে স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। যদিও এখন ঢাকা স্টেশনের আপ ও ডাউন দুটি লাইনই সচল হয়েছে।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, দুপুর ২টায় ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন ক্লিয়ার হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।
এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১টার পর শুধু আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর ফলে স্টেশনে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
স্টেশনের শিডিউল বোর্ডে বিলম্বের তালিকায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এবং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।