হাত, পা দুর্বল হওয়া মানেই কি স্ট্রোক?
Published: 19th, March 2025 GMT
অনেক সময় দেখা যায় যে হাত, পা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে চার পাঁচ মাস ধরে চলতে থাকলে সেক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু দেখা যায় যে একজন সুস্থ মানুষ হঠাৎ পড়ে গেছেন এরপর তার এক সাইড দুর্বল হয়ে গেছে, এটা স্ট্রোকের লক্ষণ। স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন।
অধ্যাপক ডা: এম বাহাদুর আলী মিয়া, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বলেন, ‘‘প্রথম কথা হলো স্ট্রোকটা হঠাৎ করে শুরু হবে। যেমন শরীরের একদিকে হাত ও পা একসঙ্গে দুর্বল হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে, মুখ বেঁকে যেতে পারে। এ ছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন মাথা ব্যথা, বমি হওয়া। স্ট্রোক হলে ব্রেনে রক্ত ক্ষরণ হয় এবং চাপ বেড়ে যায়। চাপ বেড়ে গেলে মাথা ব্যথাও হবে এবং চাপের কারণে বমিও হবে । খিঁচুনিও দেখা দিতে পারে।’’
এই চিকিৎসক জানান, এই লক্ষণগুলো নির্ভর করে ব্রেন স্ট্রোক মস্তিষ্কের কোন জায়গায় হচ্ছে, তার ওপর। একটা জায়গায় হলে হাত পা দুর্বল হয়ে যাবে আবার আরেকটা জায়গায় হলে মুখ বেঁকে যাবে। দেখা যাবে যে আক্রান্ত ব্যক্তির আচার আচরণে সমস্যা হচ্ছে।
আরো পড়ুন:
ঈদের ছুটিতে হাসপাতালে সেবা নিশ্চিত করতে সরকারের ১৬ নির্দেশনা
গরমে ডায়রিয়ার ঝুঁকি এড়াতে করণীয়
এমনটি হাত, পা চারটাই দুর্বল হয়ে যেতে পারে। ব্রেনের নিচের অংশে স্ট্রোক হলে হাত পা চারটা দুর্বল হয়ে যেতে পারে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজবাড়ীতে ৩ ছাত্রকে ‘বলাৎকারচেষ্টা’, শিক্ষক আটক
রাজবাড়ীর কালুখালিতে তিন ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হরিণবাড়িয়ার একটি মাদরাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগের বরাতে কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তিন ছাত্রকে গত তিন মাস ধরে নানা বাহানায় নিজের রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করেন। ভয়ে শক্ষার্থীরা নিজেদের পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে আটক করেন। ওই শিক্ষক দোষ স্বীকার করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
আরো পড়ুন:
মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিকে শূন্য পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে
তিনি আরো জানান, এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
ঢাকা/রবিউল/মাসুদ