Prothomalo:
2025-03-19@11:27:12 GMT

মুগ্ধতায় শুদ্ধতা

Published: 19th, March 2025 GMT

নবম হিজরির কথা৷ মক্কা বিজয় হয়নি তখনো। মক্কায় ইসলামের অনুসারীও তুলনামূলক কম। রাসুলুল্লাহ (সা.) নাজদে অশ্বারোহী বাহিনী পাঠালেন। তারা বনু হানিফা গোত্রের একজনকে বন্দী করে নিয়ে এল৷ নাম তার সুমামা ইবনে উসাল। প্রতিনিধি দলের মর্যাদায় রাখা হলো না তাকে৷ মসজিদের খুঁটির সঙ্গে বাঁধা হলো। রাসুলুল্লাহ (সা.) বেরিয়ে এলেন। তাকে দেখে বললেন, ‘তোমার মনের কথা কী?’ সে উত্তর দিল, ‘আমার মনোভাব উত্তম। আপনি আমাকে হত্যা করলে একজন দামি রক্তধারী (গোত্রপতি)-কে হত্যা করবে; অনুগ্রহ দেখালে একজন কৃতজ্ঞের প্রতি অনুগ্রহ হবে; আর সম্পদ কাম্য হলে আপনার যা চাহিদা করতে পারেন।’

তার জবাব শুনে রাসুলুল্লাহ (সা.

) চুপ রইলেন। পরের দিন পর্যন্ত ব্যাপারটি স্থগিত রাখলেন। পরদিন আবার একই কথা বললেন রাসুলুল্লাহ (সা.)। সে উত্তর দিল, ‘আমার কথা সেই একই, যা আপনাকে বলেছি। আপনি অনুগ্রহ করলে, তা হবে একজন কৃতজ্ঞের প্রতি অনুগ্রহ।’ তাকে একই অবস্থায় রেখে দেওয়া হলো৷ তৃতীয় দিন রাসুলুল্লাহ (সা.) আবার বেরোলেন। তার কাছে এসে বললেন, ‘সুমামা! তোমার মনের ভাব কী?’ সে বলল, ‘কথা তা-ই, যা আপনাকে আগেই বলেছি।’ রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের বললেন, ‘তোমরা একে মুক্ত করে দাও।’

আরও পড়ুনসাহসী সাহাবি হজরত যুবাইর (রা.)০৭ ফেব্রুয়ারি ২০২৫

মুক্ত হলো সুমামা। দেরি না করে সোজা চলে গেল মসজিদের কাছে। পাশেই খেজুর বাগান। সেখানেই গোসল সেরে নিল। এরপর মসজিদে ঢুকল। সজোরে সবার সামনে বলে উঠল, ‘আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।’ এরপর বলল, ‘হে মুহাম্মদ! আল্লাহর কসম, এ পৃথিবীর বুকে এর আগে আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা আমার কাছে ছিল না; এখন আপনার চেহারা আমার কাছে সর্বাধিক প্রিয় চেহারা। আল্লাহর কসম, এর আগে আমার কাছে আপনার ধর্মের চেয়ে অধিক অপছন্দনীয় আর কোনো ধর্ম ছিল না; এখন আপনার ধর্ম আমার সর্বাধিক প্রিয় ধর্মে পরিণত হয়েছে। আল্লাহর কসম! আপনার শহরের চেয়ে অধিক অপ্রিয় কোনো শহর আমার কাছে ছিল না; এখন আপনার শহর আমার কাছে সর্বাধিক প্রিয় শহর। আপনার অশ্বারোহী বাহিনী আমাকে বন্দী করে এনেছে; অথচ ওমরাহ পালনের নিয়তে আমি বেরিয়েছিলাম। এখন আপনার মত কী?’ রাসুলুল্লাহ (সা.) তাকে সুসংবাদ দিলেন। ওমরাহ পালনে যেতে বললেন৷

সুমামা (রা.) মক্কায় পৌঁছাল। লোকেরা তাকে ঘিরে ধরল। তিরস্কার করতে লাগল, ‘তুমি নাকি ধর্মান্তরিত হয়ে এসেছ?’ সে বলল, ‘না, আমি তো মুহাম্মদ (সা.)-এর হাতে ইসলাম গ্রহণ করেছি।’ সে তাদের হুমকি দিল, ‘আল্লাহর কসম! রাসুলুল্লাহ (সা.)-এর অনুমতি ছাড়া ইয়ামামা থেকে রসদ হিসেবে তোমাদের জন্য গমের একটি দানাও আসবে না।’

 সূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া: ৫/৯৯-১০০

আরও পড়ুনসাহসী সাহাবি হজরত যুবাইর (রা.)০৭ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এখন আপন র আম র ক ছ আল ল হ বলল ন

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের নায়িকার পর ভারতীয় ভিলেন

পরিচালক আসিফ ইকবালের ‘ফোর্স’ নামের সিনেমায় কদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সিনেমায় তাঁর নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার। এবার নির্মাতা জানালেন, সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাহুল দেব।

আরও পড়ুনপাকিস্তানের এই মডেলকে বাংলা সিনেমায় নেওয়ার কারণ জানালেন পরিচালক১৩ মার্চ ২০২৫

খবরটি নিশ্চিত করে আসিফ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘এ সিনেমার জন্য দীর্ঘদিন ধরেই একজন ভিলেন খুঁজছিলাম। দেশের দর্শকদের একজন নতুন ভিলেনের সঙ্গে পরিচিত করতে চাচ্ছিলাম। বাংলাদেশ ও কলকাতায় অনেক খুঁজেছি। রাহুলের সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল, শিডিউল মিলে যাওয়ায় গতকাল সোমবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।’

আরও পড়ুনপাকিস্তানের মডেল এবার বাংলাদেশের সিনেমায়১২ মার্চ ২০২৫

আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরসহ বেশ কিছু জায়গায় শুটিং হবে সিনেমাটির। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন।

মডেল ও অভিনেত্রী জারা আহমেদ

সম্পর্কিত নিবন্ধ

  • কালোটাকা সাদা করতেই কি ৭৩০ কোটি টাকার ‘প্রবাসী আয় নাটক’
  • সৌদি আরবে গিয়ে কেন নারী গৃহকর্মীরা লাশ হয়ে ফিরছেন
  • গাজায় হামলায় চার শতাধিক মানুষ নিহতের পর নেতানিয়াহু বললেন, ‘এটা কেবল শুরু’
  • মৃত ম্যারাডোনার কক্ষে ‘চিকিৎসার সরঞ্জাম ছিল না’
  • খিলগাঁওয়ে যাত্রী বেশে গাড়িতে দুজন, এসি ছাড়তে বলে ছিনতাই: পুলিশ
  • মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় তিন ভাইয়ের পর মারা গেলেন আরও একজন
  • বিআইসিএম নিয়োগ কমিটির ৩ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
  • তুলসীর কথা কি শুধু কথার কথা
  • পাকিস্তানের নায়িকার পর ভারতীয় ভিলেন