থানায় ঢুকে ‘মেজর রায়হান` পরিচয়ে হুমকি, যা জানা গেল
Published: 19th, March 2025 GMT
মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানায় ঢুকে মেজর রায়হান' পরিচয় দিয়ে পুলিশকে হুমকি-ধমকি দেন এক ব্যক্তিকে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় খোঁজ নিয়ে থানাটির পুলিশ জানতে পারে এই ব্যক্তির পরিচয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে টংগিবাড়ী থানায় প্রবেশ করেন এই ব্যক্তি।
টংগিবাড়ী থানা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারে এই ব্যক্তির প্রকৃত নাম মোস্তফা কামাল। তিনি ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট মেজর। অবসর নিয়েছেন তিনি। মোস্তফা কামালের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর মহল্লায়।
আরো পড়ুন:
সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন
টেকনাফে যৌথ অভিযানে অপহৃত উদ্ধার, আটক ৩
ওসি বলেন, দুপুরে টংগিবাড়ী থানায় এসে নিজেকে সেনাবাহিনীর মেজর রায়হান' পরিচয় দিয়ে এসআই রহিমকে একটি মামলার ব্যাপারে হুমকি দেন। তার গতিবিধি সন্দেহজনক দেখে তার কছে পরিচয়পত্র চাইলে তিনি গড়িমসি শুরু করেন। পরে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট ক্লার্ক। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
থানায় তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত একটি ক্যাপ জব্দ করা হয়, জানান ওসি।
বুধবার (১৯ মার্চ) তাকে আদালতে পাঠানোর কথা।
ঢাকা/রতন/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বায়ার্নকে বিদায় করে সেমিতে ইন্টার
কাজটা প্রথম লেগেই এগিয়ে রেখেছিল ইন্টার মিলান। ইতালির জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছিল।
দ্বিতীয় লেগে ইন্টারের শক্তিশালী রক্ষণ ভেঙে জিততে হতে বাভারিয়ানদের। বায়ার্ন জোড়া গোল পেলেও জিততে পারেনি। ২-২ গোলের সমতা করেছে। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠে গেছে ইনগাঘির ইন্টার মিলান।
সান সিরোতে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হ্যারি কেন গোল করে কামব্যাকের আসা জাগায়। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা করে ফেলে।
পরেই গোল করে লিড নেয় ইন্টার। গোলটি আসে ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা দল ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ৬১ মিনিটে ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন।
ওই গোলও শোধ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন এরিক ডায়ার। পরের সময়টা জাল অক্ষুন্ন রেখে শেষ চারে পা রেখেছে ইনগাঘির দল।