কলকাতার ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫ ’-এ সেরা সিনেমার পুরস্কার জিতেছে নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র ‘বহুরূপী’। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন শিবপ্রসাদ।
গতকাল মঙ্গলবার রাতে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে পুরস্কার ঘোষণা করেছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। এদিন রাতে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ মোট ২৫ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

‘চালচিত্র এখন’ সিনেমার দৃশ্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুলশানে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সমাবেশ

রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ