এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে ঢাকায় আসেন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। কারখানায় দাঁড়িয়ে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হতো। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে ব্যথা হতো। মিঠু আলমের মা ছেলের কষ্টের কথা শুনে তাঁকে বাড়িতে ডাকেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অনেক ঘাত–প্রতিঘাত পেরিয়ে এখন বাংলাদেশ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে চাকরি করছেন।

আরও পড়ুনশেষে রোল খুঁজতে গিয়ে দেখি প্রথমটাই আমার১০ মার্চ ২০২৫

মিঠু আলম বলেন, ‘পোশাক কারাখানায় অমানুষিক পরিশ্রম করার সময় বুঝেছিলাম, পড়াশোনা একটা সহজ কাজ। কাজের চাপ সহ্য করতে না পেরে বাড়ি চলে আসি। আমার দুলাভাই পরামর্শ দেন স্নাতকে ভর্তি হওয়ার। তখন ভর্তির সময় প্রায় শেষ। কারমাইকেল কলেজে ফরম তুলে পরীক্ষা দিয়ে ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পাই। ভর্তি হওয়ার পর কারমাইকেল কলেজে অধ্যয়নরত আমার এক চাচার কাছ থেকে প্রথম শুনতে পারি, পড়াশোনা করলে ঘুষ ছাড়াও চাকরি হয়। চাকরির জন্য ঘুষ দিতে হয়, এ জন্য কখনো চাকরির চেষ্টা করার কথা ভাবিনি। কারণ, ঘুষ দেওয়ার মতো সামর্থ্য নেই। কিন্তু ঘুষ ছাড়াও চাকরি হওয়ার কথা শুনে ব্যাংকে চাকরির প্রস্তুতি নিতে শুরু করি।’

আরও পড়ুন‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয়১৬ ঘণ্টা আগে

এসএসসিতে মানবিক থেকে ৩.

৩৮ জিপিএ এবং এইচএসসিতে ৪ জিপিএ পান মিঠু আলম। আগে থেকে পড়াশোনায় ঘাটতি থাকায় চাকরির প্রস্তুতির শুরুতে হোঁচট খান। মিঠু আলম বলেন, ‘আমার বেসিক ভালো ছিল না। তাই আমাকে একদম শুরু থেকেই সব প্রস্তুতি নিতে হয়েছে। ক্লাস ছাড়া সব সময়ই পড়াশোনার মধ্যে থাকতাম। মনের মধ্যে একটা জেদ ছিল, সফল হতে হবে।’

ইংরেজি শেখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে যুক্ত থেকে উপকৃত হয়েছেন মিঠু আলম। তিনি বলেন, ‘ইংরেজি শেখাটা নেশায় পরিণত হয়েছিল। তৃতীয় বর্ষ পর্যন্ত প্রায় ১৩ হাজার ভোকাবুলারি নোট করেছিলাম। ইংরেজি শেখা শেষে ব্যাংকের চাকরির জন্য অন্যান্য বিষয় সিলেবাসভিত্তিক পড়াশোনা শুরু করি। সব বিষয়ে প্রস্তুতি নেওয়া কষ্টকর ছিল। কিন্তু আমি থেমে যাইনি।’

স্নাতক পাসের পর ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার পদে পরীক্ষা দেন, কিন্তু প্রথম চাকরির পরীক্ষাতেই উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়েন মিঠু আলম। এরপর পড়াশোনা বাড়িয়ে আবার আবেদন শুরু করেন। এখন পর্যন্ত আটটি ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়ে দুটিতে সফল হয়েছেন। এর মধ্যে একটি বাংলাদেশ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদ এবং অন্যটি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদ।

বাংলাদেশ ব্যাংকে চাকরির ভাইভা দেওয়ার সময় ওয়েটিং রুমে অন্য প্রার্থীদের ভালো ফলের কথা শুনে ভয় পেয়েছিলেন। মিঠু আলম বলেন, ‘ভাইভার আগে সব প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের নাম ও রেজাল্ট বলে। আমার পাশে বসা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ও ভালো রেজাল্টধারী প্রার্থীদের দেখে আমার মনে হয়েছিল, আমার চাকরিটা হবে না। আত্মবিশ্বাস একটু কমে গেলেও প্রস্তুতির ঘাটতি ছিল না। ভাইভা ভালো হয়েছিল। পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট পেয়ে খুশিতে কান্না চলে এসেছিল। বাংলাদেশ ব্যাংকের চাকরির স্বপ্ন হয়তো অনেকের কাছে কিছু না, কিন্তু আমি যে অবস্থা থেকে উঠে এসেছি, এটা আমার জন্য জীবনের বড় পাওয়া।’

যাঁরা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের উদ্দেশে মিঠু আলম বলেন, ‘সাধারণত একটি ব্যাংকে ১৫০ থেকে ২০০ জন নেওয়া হয়। চাকরি পেতে হলে জীবনযাপন ও পড়াশোনা সাধারণ প্রার্থীদের মতো হলে আমি ওই ১৫০ জনের তালিকায় জায়গা পাব না। আমাকে এমনভাবে পড়াশোনা করতে হবে, যেন আমার আশপাশের প্রার্থীদের থেকে প্রস্তুতি ও পরিশ্রম বেশি হয়।

আরও পড়ুনদক্ষিণ কোরিয়ার সহায়তা সংস্থায় চাকরি, বেতন ডলারে, আবেদন শেষ বৃহস্পতিবার ১৩ ঘণ্টা আগে

তা না হলে সাধারণ প্রার্থীদের মধ্যেই আমাকে আটকে থাকতে হবে। তাই যখন দেখবেন আপনার পরিশ্রম অন্যদের চেয়ে আলাদা, তখন আপনি বুঝতে পারবেন, ওই ১৫০ জনের তালিকায় জায়গা পাবেন।’ এভাবে নিজেই নিজেকে যাচাই করে সফল হওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে চাকরি করা মিঠু আলম।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অফ স র চ কর র প পর ক ষ র চ কর র জন য

এছাড়াও পড়ুন:

সাব্বির-জাকিরের ফিফটির পর শামীম-শুক্কুর ঝড়ে প্রাইমের দারুণ জয়

চার ফিফটিতে ভর করে স্কোরবোর্ডে পাহাড়সম রানের পুঁজি গড়েছিল প্রাইমব্যাংক ক্রিকেট ক্লাব। সাব্বির হোসেন, জাকির হাসান, ইরফান শুক্কুরের ফিফটির পর শেষে শামীম হোসেন পাটোয়ারির ঝড়ে চ্যালেঞ্জ ছুঁড়ে ক্লাবটি। তা আর টপকাতে পারেনি ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩০৮ রান করে প্রাইম ব্যাংক। তাড়া করতে নেমে ধানমন্ডি ২৫৩ রানে থামে। ৫৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। ষষ্ঠ ম্যাচে প্রাইম ব্যাংকের এটি তৃতীয় জয়। সমান ম্যাচে ধানমন্ডির এটি তৃতীয় হার।

তাড়া করতে নেমে ৩২ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ধানমন্ডি। হাল ধরেন ফজলে রাব্বি-ইয়াসির আলী চৌধুরী। দুজনে ধাক্কা সামলে খেলতে থাকেন। ফিফটি থেকে চার রান দূরে থেকে ইয়াসির আলী আউট হলে ভাঙে ১০৭ রানের জুটি। ৬৯ বলে ধীরগতির ফিফটি তুলে নেন ফজলে।

আরো পড়ুন:

রানে ফিরে শান্তর সেঞ্চুরি, জিতে টেবিল টপার আবাহনী

১০৭ রান দিয়ে বাংলাদেশের মাটিতে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড তাসকিনের

৫৬ বলে ৪৬ রান করেন ইয়াসির। তার আউটের পর ধস নামে ধানমন্ডির ব্যাটিংয়ে। এক প্রান্তে ফজলে আকড়ে ধরে থাকেন। ইয়াসির রাব্বির আউটের পর নুরুল হাসান (৮), মঈন খান (৭) জিয়াউর রহমান (১৭) রানে ফিরলে বিপদে পড়ে ধানমন্ডি। জিয়াউর ফিরলে আনামুল হক আনামকে নিয়ে এগোতে থাকেন ফজলে। আনাম ৫ রানে বিদায় নেন। এরপর আউট হন ফজলে রাব্বিও। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৯ রান। ১০৪ বলে এই রান করেন তিনি। শেষ দিকে ৩৭ রান করে জয়ের ব্যবধান কমান সানজামুল ইসলাম। প্রাইম ব্যাংকের হয়ে হাসান-আরাফত সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিং করতে নেমে ঝড়ো শুরু করে প্রাইম ব্যাংক। ১৮ বলে ৩৭ রানে নাঈম শেখ আউট হলে ভাঙে ৬০ রানের জুটি। নাঈম ফিফটি না পেলেও আরেক ওপেনার সাব্বির সাজঘরে ফেরেন বরাবর ৫০ রান করেই। ৭০ বলে ৫০ রান করেন তিনি।

তিনে নামা জাকির হাসানও দেখা পেয়েছেন ফিফটির। ৬২ বলে ফিফটির পর ইনিংস লম্বা করতে পারেননি। ৬৪ রান করে ফেরেন তিনি। এরপর শাহাদাত দিপু ক্রিজে এসে বেশিক্ষণ থাকতে পারেননি। ১৪ রানে ফেরেন। দিপুর পর আব্দুল্লাহ আল মামুন ৭ রানে ফিরলে হাল ধরেন শুক্কুর-শামীম।

দুজনে ৮৭ বলে ৯৬ রানের জুটি গড়েন। ফিফটি তুলে নেন দুজনেই। মাত্র ৩১ বলে ফিফটি হাঁকানো শামীম অপরাজিত থাকেন ৬২ রানে। আর ৫০ বলে ফিফটি করা শুক্কুর ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মঈন খান।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ডাক বিভাগে বড় নিয়োগ, পদ সংখ্যা ৫০৪
  • ডাক বিভাগে বড় নিয়োগ, পদ ৫০৪, দ্রুত আবেদন করুন
  • শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ
  • সাব্বির-জাকিরের ফিফটির পর শামীম-শুক্কুর ঝড়ে প্রাইমের দারুণ জয়
  • বদলে যাচ্ছে দেখার ধরন: সাদা–কালো টিভি থেকে মুঠোফোনে ওটিটি
  • নার্সিংয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি ও পরীক্ষার তারিখ পরিবর্তন
  • এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ
  • গলাচিপার ইউএনওর নামে ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, ‘আইডি হ্যাক হয়েছে’ জানিয়ে সংবাদ সম্মেলন
  • এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং