মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন বুচ ও সুনিতা
Published: 19th, March 2025 GMT
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা। কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তাঁরা যান, সেই ‘স্টারলাইনারে’ ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাঁদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি।
বুচ ও সুনিতা গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিটে (জিএমটি ৫টা ৫ মিনিট) মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন। পৃথিবীতে ফেরার এ যাত্রায় ক্যাপসুল ক্রু ড্রাগনে তাঁদের সঙ্গে ছিলেন আরও দুজন নভোচারী। দুই নভোচারীকে ফেরত আনতে যাওয়া ক্যাপসুলে ছিলেন তাঁরা। এ দুজন হলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ।
‘নাসা ক্রু–৯ মিশন’–এর অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘণ্টা পর এই চার নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাঁদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে।
কী অসাধারণ যাত্রা।নিক হেগ, ক্রু-৯ মিশনের কমান্ডার ও নাসার নভোচারীবুচ ও সুনিতা দুজনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। ক্রু ড্রাগনের এ ফিরতি যাত্রা নিয়ে ক্রু–৯ মিশনের কমান্ডার ও নাসার নভোচারী নিক হেগ বলেন, ‘কী অসাধারণ যাত্রা!’
বুচ ও সুনিতাকে এখন নাসার একটি উড়োজাহাজে করে হাউসটনে সংস্থাটির জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েক দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে তাঁদের। নাসার ফ্লাইট সার্জনের সম্মতির পর পরিবারের সঙ্গে একত্র হতে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন তাঁরা।
আরও পড়ুনঅবশেষে পৃথিবীতে ফিরছেন সুনিতাসহ চার নভোচারী১৮ মার্চ ২০২৫উল্লেখ্য, গত জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভোচারী বুচ ও সুনিতা। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তাঁরা। পৃথিবীতে তাঁদের ফেরানো নিয়ে রাজনীতিও শুরু হয়। ট্রাম্প এবং তাঁর উপদেষ্টা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে বুচ ও সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছেন।
বুচ ও সুনিকে এখন নাসার একটি উড়োজাহাজে করে হাউসটনে সংস্থাটির জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েক দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে তাঁদের। নাসার ফ্লাইট সার্জনের সম্মতির পর পরিবারের সঙ্গে একত্র হতে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন তাঁরা।যাহোক, গত সোমবার নাসার পক্ষ থেকে দুই নভোচারীকে ফেরার দিনক্ষণ জানানো হয়। তাঁদের ফেরাতে নাসা ও স্পেসএক্স ‘ক্রু–৯ মিশন’ পরিচালনা করে। মিশনের অংশ হিসেবে গত শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩ মিনিটে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। ২৯ ঘণ্টা পর গত রোববার ভোর ৪টা ৪ মিনিটের দিকে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।
আরও পড়ুনমহাকাশে ৯ মাস ধরে আটকা: সবচেয়ে কঠিন কী ছিল জানালেন সুনিতা১৭ মার্চ ২০২৫দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরিয়ে আনার ওপর জোর দেন।
আরও পড়ুনমহাকাশে দীর্ঘদিন থাকলে শরীরে হতে পারে অদ্ভুত বদল ২১ ঘণ্টা আগেআরও পড়ুনমহাকাশে ৯ মাস ধরে আটকা: সবচেয়ে কঠিন কী ছিল জানালেন সুনিতা১৭ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চেলসির চ্যাম্পিয়নস লিগ স্বপ্নে বড় ধাক্কা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নে বড়সড় ধাক্কা খেল চেলসি। আজ রোববার (১৩ এপ্রিল) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ২-২ গোলে নিচের সারির দল ইপসুইচ টাউনের সঙ্গে ড্র করেছে।
এই ড্রয়ে ৩২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে চেলসি এখন শীর্ষ পাঁচে থাকলেও তাদের পেছনেই রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।
এনজো মারেসকার শিষ্যরা ঘরের মাঠে টানা পাঁচটি ম্যাচ জিতলেও ইপসুইচের বিপক্ষে শুরুতেই বিপদে পড়ে যায়। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
আরো পড়ুন:
শিরোপা জয়ের পথে লিভারপুল, সালাহর নতুন রেকর্ড
‘ডার ক্লাসিকেরে’ বায়ার্নকে রুখে দিয়েছে ডর্টমুন্ড
ইপসুইচের প্যারাগুয়ের স্ট্রাইকার জুলিও এনসিসো ১৯ মিনিটে বেন জনসনের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ১২ মিনিট পরেই এনসিসো নিজেই বল বাড়ান জনসনের জন্য, যিনি হেডে দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধ শেষে হতাশ চেলসি সমর্থকরা গ্যালারিতে দুয়োধ্বনি তোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি ফিরে আসে অ্যাক্সেল টুয়ানজেবের আত্মঘাতী গোলের সুবাদে। এরপর ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় জ্যাদন সানচো দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।
শেষ দিকে দু’দলই মরিয়া হয়ে চেষ্টা করে। তবে ইপসুইচ গোলরক্ষক অ্যালেক্স পামার দারুণ দক্ষতায় চেলসির চালোবা, এনজো ফার্নান্দেজ ও কোল পামারের নিশ্চিত গোল বাঁচিয়ে দেন এবং দলকে একটি পয়েন্ট উপহার দেন।
ঢাকা/আমিনুল