লামিনে ইয়ামাল ১৬ বছর বয়সে স্পেনকে করেছিলেন স্পেনের সেরা। এবার এই তরুণ প্রতিভা নতুন মিশনে নেমেছেন। তিনি তার ক্লাব বার্সালোনাকে চলমান মৌসুমে ইউরোপ সেরা করতে চান, জেতাতে চান চ্যাম্পিয়নস লিগ। এই ১৭ বছর বয়সী উইঙ্গারের দাবি চ্যাম্পিয়নস লিগ জেতার দৌড়ে সবার আগেই আছে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে, বার্সেলোনা ৪-১ অ্যাগ্রিগেট ব্যবধানে পরাজিত করে পর্তুগিজ জায়ান্ট বেনফিকাকে। ফলে খুব সহজেই ১৬টি দলের রাউন্ড পার করে কাতালান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে বার্সা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। জার্মান ক্লাবটি তাদের ঘরোয়া মৌসুমে কঠিন সময় পার করছে।

অন্যদিকে ইয়ামাল কাটাচ্ছেন অসাধারণ এক মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৩টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট। এই আত্মবিশ্বাস থেকেই এই তরুণ বলে ফেললেন, চ্যাম্পিয়নস লিগা তারাই জিতবে। প্রতিপক্ষে গত মৌসুমে রানার্স আপ জেনেও আত্মবিশ্বাসে কমতি নেই তরুণ উইঙ্গারের।

আরো পড়ুন:

অগ্নিপরীক্ষায় অবিশ্বাস্য প্রত্যাবর্তন

সদ্য প্রয়াত চিকিৎসককে জয় উৎসর্গ করল বার্সা

ইয়ামাল স্প্যানিশ সংবাদপত্র স্পোর্টকে এক সাক্ষাৎকারে বলেছিলে, "আমরাই চ্যাম্পিয়নস লিগে ফেবারিট। যখন গ্রুপ পর্ব শেষ হয়েছিল, আমি বলেছিলাম ফেবারিট কারণ তারা প্রথম স্থানে ছিল। কিন্তু এখন তারা হেরে (পিএসজির বিপক্ষে শেষ ষোলোতে) গেছে, তাই ফেবারিট এখন আমরাই।”

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির কাছে ৬-৪ অ্যাগ্রিগেট ব্যবধানে হারে বার্সেলোনা। তবে এবার জার্মান ম্যানেজার হান্সি ফ্লিকের অধীনে এ যেন এক বদলে যাওয়া বার্সা। ইয়ামাল সেই কথায় মনে করিয়ে দিলেন, “আমরা গত বছর পিএসজির কাছে হেরেছিলাম, সেই তুলনায় এবার আমরা সম্পূর্ণ ভিন্ন দল।”

ইয়ামাল বর্তমানে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলের দায়িত্বে ব্যস্ত। তিনি এখন স্পেনকে উয়েফা ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন করার মিশনে ব্যস্ত। মার্চের ২০ ও ২৩ তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে দুই লেগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, আহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবি ত্রিপুরা (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) সদস্য। আজ বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবি ত্রিপুরা দলে অন্তিন ত্রিপুরা নামে পরিচিত। তাঁর বাড়ি হেডম্যানপাড়া এলাকাতেই। একই সময়ে তাঁর বোন তারাপাতি ত্রিপুরা (২১) গুলিতে আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও ইউপিডিএফ সূত্রে জানা গেছে। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।

ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা প্রথম আলোকে বলেন, সকালে সাংগঠনিক কাজে গিয়ে সুবি ত্রিপুরা তাঁর বোনের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে সুবি ত্রিপুরার মৃত্যু হয়। একই সময়ে গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন আহত হয়েছেন। হামলাকারী ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের (সন্তু) নেতা-কর্মী বলে অভিযোগ করেন অংগ্য মারমা।

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম বেলা দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে গত রোববার রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ায় নির্মল খীসা নামের ইউপিডিএফের এক সদস্য গুলিতে নিহত হন। ৩ মার্চ পানছড়ি লোগাং সীমান্তবর্তী হাতিমারা এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা নামের এক গৃহবধূ মারা গেছেন।

সম্পর্কিত নিবন্ধ