যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনার পর অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ তিনটি ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিহত তিনজন হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), তাঁর মেয়ে রত্না খাতুন (১২) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে পাঁচজন যাত্রী বেনাপোলের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি নবীবনগর বাজারে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। ভ্যানের অন্য দুই যাত্রী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝ করগ ছ স ঘর ষ

এছাড়াও পড়ুন:

যশোরে অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনার পর অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ তিনটি ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিহত তিনজন হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), তাঁর মেয়ে রত্না খাতুন (১২) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে পাঁচজন যাত্রী বেনাপোলের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি নবীবনগর বাজারে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। ভ্যানের অন্য দুই যাত্রী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ