স্পিনে সেরা, ব্যাটিংয়ে আক্রমণই শেষ কথা কলকাতার
Published: 19th, March 2025 GMT
আরও একটা আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট–বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...
কলকাতা নাইট রাইডার্স
অধিনায়ক: অজিঙ্কা রাহানে
কোচ: চন্দ্রকান্ত পণ্ডিত
মেন্টর: ডোয়াইন ব্রাভো
শিরোপা: ৩টি (২০১২, ২০১৪ ও ২০২৪)
স্কোয়াড: ২১ জন
ভারতীয়: ১৩ জন
বিদেশি: ৮ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হর্ষিত রানা, রমনদীপ সিং
নিলামে কেনা: ভেঙ্কটেশ আইয়ার, আনরিখ নর্কিয়া, কুইন্টন ডি কক, অংকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী, বৈভব অরোরা, রোভমান পাওয়েল, অজিঙ্কা রাহানে, মনীশ পান্ডে, অনুকূল রয়, লুবনিত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে
*উমরান মালিকের চোটে দলে এসেছেন চেতন সাকারিয়া।
শক্তি● গতবারের দল প্রায় অপরিবর্তিত। অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে হারানোটা অবশ্যই বড় ব্যাপার, তবে কলকাতাতেই আছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার ও হর্ষিত রানা। মানে অনেকটা গতবারের চ্যাম্পিয়ন দল নিয়েই মাঠে নামবে কলকাতা।
রাসেল হাসলে হাসবে কলকাতা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কলক ত
এছাড়াও পড়ুন:
সিলেটে আওয়ামী লীগ নেতা কয়েস গ্রেপ্তার
সিলেটে আলোচিত আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
তিনি গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের নিমার আলীর ছেলে। বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বাস করেন।
পুলিশ জানায়, মিসবাউল ইসলাম কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে সাতটি মামলা আছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে ৬টি, দক্ষিণ সুরমা থানায় একটি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও তাঁর স্ত্রী সেলিনা মোমেনের প্রভাব খাটিয়ে টিলা কাটা, জমি দখলসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার কয়েসের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।